Home » কলকাতার বাইরের ক্যান্সারের রোগীদের নিজের ঘর ‘আপনা ঘর ’(Apna Ghar)

কলকাতার বাইরের ক্যান্সারের রোগীদের নিজের ঘর ‘আপনা ঘর ’(Apna Ghar)

পর্ণা চ্যাটার্জী, কলকাতাঃ ‘Intas Foundation’ ওষুধ কোম্পানির সি এস আর প্রজেক্ট ‘আপনা ঘর’ নামক সংস্থাটি। কলকাতা শহরের বুকে এক মানবিক সংস্থা। কলকাতার বহির্ভূত যে সমস্ত ক্যান্সার আক্রান্ত মানুষ যারা কলকাতায় পিজি কিমবা এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য আসেন, তাদের বিনামূল্যে থাকার এবং খাওয়ার ব্যবস্থা করে দেয় এই সংস্থা। কেমো চলাকালীন বা চেকআপ এ আসেন যে সমস্ত মানুষ তাদের কলকাতায় থাকার ব্যবস্থা থাকে না তাদের এবং তার বাড়ীর এক জন লোককে তাদের সংস্থায় বিনামূল্যে থাকতে দেওয়া হয়। প্রতিটি রোগী এখানে নিজের বাড়ীর মত ভাবেই থাকেন। তারা নিজেরাই সকলে একসাথে রান্নাবান্না করেন এক সাথে খাওয়া দাওয়া করেন। রান্না বা খাওয়ার সমস্ত সামগ্রী দেওয়া হয় সংস্থা থেকেই।

এ সংস্থা থাকা খাওয়ার পাশাপাশি যাতায়াতের দিকটিও দেখাশোনা করে। তাদের নিজস্ব গাড়ি করে হাতপাতালে দিয়ে আসা নিয়ে আসার ব্যবস্থা রয়েছে। সংস্থার পুরো বাড়িটিতে অনেক গুলি ঘর আছে প্রতিটি ঘরেই দুটি করে খাটবিছানা আছে। এছাড়া প্রতিটি ঘরেই শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র রয়েছে। এছাড়াও সকলে এক সাথে বসে গল্প করা এবং টিভি দেখার জন্য একটি বসবার ঘরও রয়েছে।

এই সমস্ত সুবিধার পাশাপাশি রোগীদের নানা রকম অ্যাক্টিভিটি করানো হয়। যোগা ক্লাস করানোর জন্য ট্রেনার আসেন নিয়ম করে। রোগীদের মন ভালো রাখার জন্য কাউন্সেলিং এর ব্যবস্থাও রয়েছে এখানে। অর্থাৎ সবদিক ভাবলে বোঝা যাবে সম্পূর্ণ বিনামূল্যে নিজের বাড়ীর মত একটি পরিবেশ দেয় এই ‘আপনা ঘর’ সংস্থাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!