অম্বিকা কুন্ডু, কলকাতা
পুজোর অনুদান ফিরিয়ে দেওয়া নিয়ে কাঞ্চন মল্লিকের একটি ভিডিও সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। সেখানে তাকে বলতে পুজোর জন্য সরকারি অনুদান যারা ফিরিয়ে দিচ্ছেন তারা কি সরকারের দেওয়া পূজোর বোনাস, তারক তারকাদের দেওয়া পুরস্কার ও সাম্মানিক এবং আরো অনেক সরকারি অনুদান ফিরিয়ে দিতে পারবে কিনা এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন? এর পাশাপাশি আরজি কর কান্ড নিয়েও তিনি অনেক কিছু বলেছিলেন। সেই কারণে সামাজিক মাধ্যম গুলিতে অনেককেই তার সেই ভিডিওর প্রতিবাদ করতে দেখা যান।
সেই রকমই প্রতিবাদ করেছেন কোননিকা ব্যানার্জি । তিনি তার ফেসবুক পেজে কাঞ্চন মল্লিককে উদ্দেশ্য করে একটি পোস্ট করেন সেটিতে লেখা রয়েছে
——- ও কাঞ্চন দা, আমার মা বিগত কয়েকমাস ধরে সরকারী হসপিটালে ভর্তি, তাও ক্রিটিকাল কেয়ার এ, আমি রেগুলার ওপিডি এবং হসপিটালে যাই। চিকিৎসা থেমে নেই…. বিশ্বাস করো, সিনিয়র ডাক্তাররা কত খাটছেন তোমার কোন আইডিয়া নেই, তাই ভুল তথ্য প্লিস দিও না। গ্রাউন্ডে নামো…. তোমায় ছোট থেকে অন্য ভাবে চিনতাম। তুমি কি বলছো এসব। আর একটা কথা, এই সব চাকরির মাইনের পয়সা কোথা থেকে আসে বলতো???
আমরা দিই…. আমাদের টাকাতেই সব ভান্ডার চলে। তাই বুঝে বলো গো।
অবশ্যই ইতিমধ্যেই কাঞ্চন মল্লিক এর পক্ষ থেকে তার বলা কথার জন্য সে যে অনুতপ্ত সেই নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে।