Home » ফের সমুদ্র উত্তাল করে দুর্যোগের সম্ভাবনা

ফের সমুদ্র উত্তাল করে দুর্যোগের সম্ভাবনা

Weather update : বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে সমুদ্র থেকে উপকূলে ফিরে আসার নির্দেশ মৎস্যজীবীদের উদ্দেশ্যে। শুক্রবার থেকে ৫০-৬০ কিঃমিঃ গতিবেগে সমুদ্র উত্তাল

অম্বিকা কুন্ডু, কলকাতা

২৯শে আগস্ট বৃহস্পতিবার থেকে ফের বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ। এটি পূর্ব মধ্য বঙ্গোপসাগরীয় এবং উত্তর বঙ্গপসাগরীয় এলাকায় তৈরি হতে চলেছে। উত্তর থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে হতে শনিবারের মধ্যে দক্ষিণ-পরিষা উত্তর অন্ধপ্রদেশ উপকূলে এগিয়ে আসতে চলেছে এটি। প্রস্ফুটিত নিম্নচাপ এখন রয়েছে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের উপর।


এদের সন্ধ্যার আগেই মৎস্যজীবীদের সমুদ্র থেকে উপকূলে ফিরে আসা নির্দেশ দেওয়া হয়েছে। শুক্র ও শনিবার ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝড়ো হাওয়ার সৃষ্টি হতে পারে সমুদ্রে।
শনি ও রবিবার পুরো বৃষ্টির সম্ভাবনা থাকবে ঝাড়গ্রাম সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।


পার্বত্য – দার্জিলিং সংলগ্ন পাঁচটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে।


কলকাতা – গত ২৪ ঘন্টার মধ্যে কলকাতায় বৃষ্টি না হলেও এদিন কলকাতার বেশ কিছু জায়গায় মেঘলা আকাশ থাকবে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর পর্যন্ত। তবে শুক্রবার বিকেলের পর থেকে ফের ঘন বৃষ্টিপাতের সম্ভাবনা।


পরিসংখ্যান – বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৩ শতাংশ থেকে ৯৮ শতাংশ।
অন্যান্য জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!