শোভন মল্লিক, কলকাতা: স্বর্ণযুগের বেশিরভাগ অভিনেতা অভিনেত্রীর আজ আর নেই আমাদের সঙ্গে। বহু বছর হয়ে গেল উত্তম-সুচিত্রা চলে গিয়েছেন । এবার তাদের সহ-অভিনেতা অমরনাথ মুখোপাধ্যায়ও চলে গেলেন সমস্ত মায়া ছিন্ন করে। অভিনেতা জয়জিত্ মুখোপাধ্যায়ের ফেসবুক পোস্টে তাঁর প্রয়াণের খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া টলিউডে।
আবার এক বৃহৎ নক্ষত্র হারা হল টলিউড। তার প্রয়াণে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ২০০৫ সালে কলকাতা ছেড়ে তিনি মুম্বাই এর পথে রওনা হয় তার ছেলের হাত ধরে। তাঁর পুত্র চন্দ্রদীপ মুখোপাধ্যায় গণমাধ্যমের কাছে পিতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।শুক্রবারেই তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে মুম্বাইতেই।
বাংলা সিনেমায় স্বর্ণযুগে সকলের মুখেমুখে পরিচিতি ছিল তাঁর নাম । কখনও নেতিবাচক চরিত্রে আবার কখনও বা ইতিবাচক ভূমিকায় দর্শকদের মন কেড়েছেন তিনি। উত্তম, সুচিত্রা , সৌমিত্র বাবুর সঙ্গে বিভিন্ন সিনেমা করেছেন তিনি। ‘বসন্ত বিলাপ’ থেকে ‘মৌচাক’, ‘স্বয়ংসিদ্ধা’, ‘কুহেলি’ বহু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন অভিনেতা। ।
উত্তম কুমারের হাত ধরেই তাঁর হিন্দি সিনেমাতে আগমন। উত্তম কুমারের কথাতেই পরিচালক শক্তি সামন্ত ‘অমানুষ ‘ সিনেমাতে অমরনাথ মুখোপাধ্যায় কে কাস্ট করেন । হিন্দি থেকে বাংলা মাতিয়ে রেখেছিলেন তিনি তাঁর অভিনয়ের দ্বারা । কিন্তু তিনি ছিলেন সমস্ত লাইম লাইটের আড়ালে । ৯০ বছর বয়সে তিনি পরলোক গমন করলেন। কিন্তু তাঁর কাজ থেকে যাবে সকলের হৃদ মাঝারেই।