Advertise your brand here -Contact 7603043747 (Call & Whatsapp)

চোপড়া কাণ্ডের কে এই জেসিবি ?

Table of Contents

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share Our Blog :

Facebook
WhatsApp

বহতা নদী সরকার :

জেসিবি। পুরো নাম তাজিমুল হক। চোপড়া কাণ্ডের ন্যক্কারজনক ঘটনার সঙ্গে তৃণমূলের এই নেতা জড়িত। অতীতেও পুলিশের কাছে তার বিরুদ্ধে বহু অভিযোগ দায়ের করা হয়েছে। খুন, খুনের চেষ্টা, অপহরণের মতো অভিযোগের মামলায় জড়িয়েছে তার নাম। যুগলকে প্রকাশ্যে নির্যাতন করার অভিযোগ নিয়ে রাজ্যজুড়ে শোরগোলের আবহে সেই সব পুরনো মামলার প্রসঙ্গই উঠে আসতে শুরু করেছে।

রবিবার দুপুরে নির্যাতনের একটি ভিডিয়ো প্রকাশ্যে আসার পর থেকে আলোচনায় উঠে আসে তৃণমূল নেতা জেসিবি। সেই ভিডিয়োতে দেখা যায়- প্রকাশে এক যুগলকে অমানবিকভাবে কুঞ্চি দিয়ে প্রহার করছে সে। শোরগোল পড়ে যায় দেশজুড়ে। শাসকদলকে নিশানা করতে শুরু করে বিরোধীরা। এর পর ররিবার রাতেই গ্রেফতার হয় জেসিবি। সোমবার তার পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ইসলামপুর মহকুমা আদালত।
উত্তর দিনাজপুরের চোপড়ার লক্ষ্মীপুরে দীর্ঘ দিন ধরে চলে আসছিল জেসিবির দাপট। ২০১৭ সাল থেকে তার উত্থান শুরু হয়। তার পর থেকেই জেসিবির বিরুদ্ধে সাধারণ মানুষের উপর অত্যাচার, মারধর, খুন ও অপহরণের অভিযোগ ওঠে।

২০১৮ সালের ৪ নভেম্বর রুস্তম আলি নামে চোপড়ার এক বাসিন্দা জেসিবির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন থানায়। গোলাম মুস্তাফা ও আবুল নামে দু’জনের উপর অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ তুলেছিলেন রুস্তম। সেই এফআইআরে মোট ৩৭ জনের নাম ছিল। এক নম্বরেই ছিল জেসিবির নাম। এর পর ২০১৯ সালে ১১ মার্চ আজিনা খাতুন নামে এক মহিলা চোপড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, ডাঙাপাড়া থেকে লক্ষ্মীপুর বাজারে যাওয়ার সময় তার উপর আক্রমণ চালিয়েছেন তাজিমুল ও তার দল। সেখানেও ৩১ জন অভিযুক্তের মধ্যে জেসিবির নাম রয়েছে। ২০২১ সালে জেসিবির বিরুদ্ধে অপহরণ করে খুনের অভিযোগ দায়ের হয়েছিল। ২ সেপ্টেম্বর তারিখে সাবুজান নেসা নামে এক মহিলা তাজিমুল ও তার দলবলের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন চোপড়া থানায়। তার অভিযোগ ছিল, ১ সেপ্টেম্বর তার ছেলে ওসমান গনি ইসলামপুর কোর্ট থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় তাকে অপহরণ করা হয়। দূরে কোথাও নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় তাকে। গুলিও করা হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় চোপড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। মৃত্যু হয়েছিল ওসমান গনির। এর পর ২০২৩ সালে রাজ্যে পঞ্চায়েত ভোটের মনোনয়নের শেষ দিনে বাম-কংগ্রেস জোটের মিছিলে গুলি চালানোর অভিযোগ উঠেছিল জেসিবির বিরুদ্ধে। সেই ঘটনায় এক সিপিএম নেতার মৃত্যুও হয়েছিল। পুলিশে যে অভিযোগ দায়ের হয়েছিল, তাতে জেসিবির নাম শুরুতেই ছিল বলে জানা যায়।

এত বার পুলিশের খাতায় নাম ওঠা সত্ত্বেও কখনওই জেসিবির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি। অভিযোগ পেয়ে বেশ কয়েকবার জেসিবিকে ধরে নিয়ে গিয়েছিল পুলিশ। কিন্তু কিছু দিনের মধ্যেই তাকে ছেড়ে দেওয়া হত।
প্রশ্ন উঠেছে, স্থানীয় তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের ‘ঘনিষ্ঠ’ হওয়ার কারণেই কি বার বার তাকে মুক্তি দিত পুলিশ?

স্থানীয় এক সিপিএম নেতার কথায়, ‘বিধায়কের সঙ্গে থাকত জেসিবি। পুলিশ কিছু করতেই ভয় পেত।’’ চোপড়ার কংগ্রেস সভাপতি মাসিরুদ্দিন বলেন, ‘‘সন্ত্রাসের আবহ তৈরি করে রেখেছে জেসিবি। লক্ষ্মীপুর এলাকায় কেউ মাথা তুলে কথা বলতে পারছে না। ও গ্রেফতার হওয়ার পর মানুষ আস্তে আস্তে মুখ খুলছে। এর আগেও ওর অত্যাচারের ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।’

অবাঞ্ছিত ঘটার পরই তৎপর হয়ে ওঠে প্রশাসন। ঘুম ভাঙে রাজনীতিবিদদের। সোচ্চার হয় মানবাধিকার কর্মী। জেসিবির এই অমানবিক কর্মকাণ্ড আজ থেকে সংগঠিত হচ্ছে না। প্রকাশ্যে ক্ষমতাসীন রাজনীতি দলের প্রশয়ে তারা জঘণ্য কর্মকাণ্ড ঘটাচ্ছে। প্রশাসন চোখ বন্ধ করে আছে প্রভাবশালীদের দাপটের কারণে। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, চোপড়া কাণ্ডের বর্বর নিষ্ঠুরতার দায় তৃণমূলকেই জনগণ কাঠগড়ায় দাঁড় করিয়েছে।

More Related Articles

অপারেশন সিঁদুর' ট্রেডমার্কের দৌড়ে নামল একাধিক কোম্পানি, সেনা অভিযানের পর বাড়ছে বাণিজ্যিক লড়াই
Featured News

অপারেশন সিঁদুর’ ট্রেডমার্কের দৌড়ে নামল একাধিক কোম্পানি, সেনা অভিযানের পর বাড়ছে বাণিজ্যিক লড়াই

সাম্প্রতিক সামরিক সাফল্যের পর ‘অপারেশন সিঁদুর’ নাম ঘিরে তৈরি হয়েছে জাতীয় আবেগ। সেই আবেগকে পুঁজি করে ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের দৌড়ে নেমেছে একাধিক সংস্থা। শুরু হয়েছে আইনি ও বাণিজ্যিক লড়াই।

Read More »
অপারেশন সিঁদুর: মাসুদ আজ়হারের পরিবারের ১০ সদস্য নিহত, ভারতীয় প্রত্যাঘাতে কেঁপে উঠল বহওয়ালপুর!
Breaking News

অপারেশন সিঁদুর: মাসুদ আজ়হারের পরিবারের ১০ সদস্য নিহত, ভারতীয় প্রত্যাঘাতে কেঁপে উঠল বহওয়ালপুর!

ভারতের অপারেশন সিঁদুরে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ২১টি জঙ্গিঘাঁটি ধ্বংস। জইশ প্রধান মাসুদ আজ়হারের পরিবারের ১০ সদস্য নিহত। বহওয়ালপুরে চালানো এই হামলায় আজ়হার বেঁচে আছেন কি না, তা নিয়ে ধোঁয়াশা।

Read More »
‘অপারেশন সিঁদুর’: গভীর রাতে পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সেনার প্রত্যাঘাত, সাংবাদিক বৈঠকে জানালেন দুই ‘অগ্নিকন্যা’
Breaking News

‘অপারেশন সিঁদুর’: গভীর রাতে পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সেনার প্রত্যাঘাত, সাংবাদিক বৈঠকে জানালেন দুই ‘অগ্নিকন্যা’

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে ভারত চালালো ‘অপারেশন সিঁদুর’। পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটিতে নিখুঁত স্ট্রাইক। সংবাদ সম্মেলনে বিস্তারিত ব্যাখ্যা করলেন উইং কমান্ডার ব্যোমিকা সিংহ ও কর্নেল সোফিয়া কুরেশি।

Read More »
দেশ

ভারতজুড়ে ২৫৯টি স্থানে নিরাপত্তা মহড়া, পশ্চিমবঙ্গেও তৎপরতা চরমে—পাকিস্তানের সঙ্গে উত্তেজনার প্রেক্ষিতে জোরদার প্রস্তুতি

পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনার প্রেক্ষিতে দেশজুড়ে নিরাপত্তা জোরদার, সেনা-আসামরিক যৌথ মহড়া, পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় চূড়ান্ত সতর্কতা।

Read More »
দেশ

দেশপ্রেমের নতুন সংজ্ঞা: সোশ্যাল মিডিয়াতেই লড়াই, আপনি কি প্রস্তুত ‘ডিজিটাল যোদ্ধা’ হতে?

দেশের বিরুদ্ধে অনলাইনে চলতে থাকা বিদ্বেষমূলক প্রচার আর বরদাস্ত করবে না কেন্দ্র। এবার যে কেউ, যেকোনো জায়গা থেকে দেশের পাশে দাঁড়াতে পারেন—হোক সেটা বাড়ির সোফা, অফিসের ডেস্ক কিংবা মোবাইলের স্ক্রিন। কারণ, ‘ডিজিটাল যুদ্ধ’ এখন শুরু হয়েছে, এবং এই যুদ্ধে সেনা শুধুই সীমান্তে নয়—রাস্তায় নামবেন আপনি, আমিও।

Read More »
error: Content is protected !!