Advertise your brand here -Contact 7603043747 (Call & Whatsapp)

চোপড়া কাণ্ডের কে এই জেসিবি ?

Table of Contents

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share Our Blog :

Facebook
WhatsApp

বহতা নদী সরকার :

জেসিবি। পুরো নাম তাজিমুল হক। চোপড়া কাণ্ডের ন্যক্কারজনক ঘটনার সঙ্গে তৃণমূলের এই নেতা জড়িত। অতীতেও পুলিশের কাছে তার বিরুদ্ধে বহু অভিযোগ দায়ের করা হয়েছে। খুন, খুনের চেষ্টা, অপহরণের মতো অভিযোগের মামলায় জড়িয়েছে তার নাম। যুগলকে প্রকাশ্যে নির্যাতন করার অভিযোগ নিয়ে রাজ্যজুড়ে শোরগোলের আবহে সেই সব পুরনো মামলার প্রসঙ্গই উঠে আসতে শুরু করেছে।

রবিবার দুপুরে নির্যাতনের একটি ভিডিয়ো প্রকাশ্যে আসার পর থেকে আলোচনায় উঠে আসে তৃণমূল নেতা জেসিবি। সেই ভিডিয়োতে দেখা যায়- প্রকাশে এক যুগলকে অমানবিকভাবে কুঞ্চি দিয়ে প্রহার করছে সে। শোরগোল পড়ে যায় দেশজুড়ে। শাসকদলকে নিশানা করতে শুরু করে বিরোধীরা। এর পর ররিবার রাতেই গ্রেফতার হয় জেসিবি। সোমবার তার পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ইসলামপুর মহকুমা আদালত।
উত্তর দিনাজপুরের চোপড়ার লক্ষ্মীপুরে দীর্ঘ দিন ধরে চলে আসছিল জেসিবির দাপট। ২০১৭ সাল থেকে তার উত্থান শুরু হয়। তার পর থেকেই জেসিবির বিরুদ্ধে সাধারণ মানুষের উপর অত্যাচার, মারধর, খুন ও অপহরণের অভিযোগ ওঠে।

২০১৮ সালের ৪ নভেম্বর রুস্তম আলি নামে চোপড়ার এক বাসিন্দা জেসিবির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন থানায়। গোলাম মুস্তাফা ও আবুল নামে দু’জনের উপর অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ তুলেছিলেন রুস্তম। সেই এফআইআরে মোট ৩৭ জনের নাম ছিল। এক নম্বরেই ছিল জেসিবির নাম। এর পর ২০১৯ সালে ১১ মার্চ আজিনা খাতুন নামে এক মহিলা চোপড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, ডাঙাপাড়া থেকে লক্ষ্মীপুর বাজারে যাওয়ার সময় তার উপর আক্রমণ চালিয়েছেন তাজিমুল ও তার দল। সেখানেও ৩১ জন অভিযুক্তের মধ্যে জেসিবির নাম রয়েছে। ২০২১ সালে জেসিবির বিরুদ্ধে অপহরণ করে খুনের অভিযোগ দায়ের হয়েছিল। ২ সেপ্টেম্বর তারিখে সাবুজান নেসা নামে এক মহিলা তাজিমুল ও তার দলবলের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন চোপড়া থানায়। তার অভিযোগ ছিল, ১ সেপ্টেম্বর তার ছেলে ওসমান গনি ইসলামপুর কোর্ট থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় তাকে অপহরণ করা হয়। দূরে কোথাও নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় তাকে। গুলিও করা হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় চোপড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। মৃত্যু হয়েছিল ওসমান গনির। এর পর ২০২৩ সালে রাজ্যে পঞ্চায়েত ভোটের মনোনয়নের শেষ দিনে বাম-কংগ্রেস জোটের মিছিলে গুলি চালানোর অভিযোগ উঠেছিল জেসিবির বিরুদ্ধে। সেই ঘটনায় এক সিপিএম নেতার মৃত্যুও হয়েছিল। পুলিশে যে অভিযোগ দায়ের হয়েছিল, তাতে জেসিবির নাম শুরুতেই ছিল বলে জানা যায়।

এত বার পুলিশের খাতায় নাম ওঠা সত্ত্বেও কখনওই জেসিবির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি। অভিযোগ পেয়ে বেশ কয়েকবার জেসিবিকে ধরে নিয়ে গিয়েছিল পুলিশ। কিন্তু কিছু দিনের মধ্যেই তাকে ছেড়ে দেওয়া হত।
প্রশ্ন উঠেছে, স্থানীয় তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের ‘ঘনিষ্ঠ’ হওয়ার কারণেই কি বার বার তাকে মুক্তি দিত পুলিশ?

স্থানীয় এক সিপিএম নেতার কথায়, ‘বিধায়কের সঙ্গে থাকত জেসিবি। পুলিশ কিছু করতেই ভয় পেত।’’ চোপড়ার কংগ্রেস সভাপতি মাসিরুদ্দিন বলেন, ‘‘সন্ত্রাসের আবহ তৈরি করে রেখেছে জেসিবি। লক্ষ্মীপুর এলাকায় কেউ মাথা তুলে কথা বলতে পারছে না। ও গ্রেফতার হওয়ার পর মানুষ আস্তে আস্তে মুখ খুলছে। এর আগেও ওর অত্যাচারের ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।’

অবাঞ্ছিত ঘটার পরই তৎপর হয়ে ওঠে প্রশাসন। ঘুম ভাঙে রাজনীতিবিদদের। সোচ্চার হয় মানবাধিকার কর্মী। জেসিবির এই অমানবিক কর্মকাণ্ড আজ থেকে সংগঠিত হচ্ছে না। প্রকাশ্যে ক্ষমতাসীন রাজনীতি দলের প্রশয়ে তারা জঘণ্য কর্মকাণ্ড ঘটাচ্ছে। প্রশাসন চোখ বন্ধ করে আছে প্রভাবশালীদের দাপটের কারণে। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, চোপড়া কাণ্ডের বর্বর নিষ্ঠুরতার দায় তৃণমূলকেই জনগণ কাঠগড়ায় দাঁড় করিয়েছে।

More Related Articles

বিনোদন জগত

প্রয়াত বরিষ্ঠ বলিউড অভিনেতা দেব মুখার্জী: কাজল ও রানী মুখার্জীর ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন তিনি

বলিউড ইন্ডাস্ট্রি এক কিংবদন্তি অভিনেতাকে হারালো। প্রয়াত হলেন বরিষ্ঠ অভিনেতা দেব মুখার্জী (Deb Mukherjee)। তিনি ১৯৬০ ও ৭০-এর দশকে একাধিক জনপ্রিয় হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন। তবে শুধু একজন সফল অভিনেতাই নন, দেব মুখার্জী ছিলেন বলিউডের অন্যতম সম্মানিত মুখার্জী পরিবারের সদস্য। তাঁর প্রয়াণে সিনে দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া।

Read More »
রাজ‍্য ও রাজনীতি

১৫ মার্চ অভিষেকের মেগা ভার্চুয়াল সভা: ভোট কৌশল না বিরোধীদের জবাব ? জানুন সম্ভাব্য ৪ কারণ !

১৫ মার্চ শনিবার, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি মেগা ভার্চুয়াল সভার আয়োজন করতে চলেছেন। এই সভা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তুঙ্গে। নেতৃত্বের এই পদক্ষেপের পেছনে কয়েকটি সম্ভাব্য কারণ উঠে আসছে।

Read More »
রাজ‍্য ও রাজনীতি

শোকজ তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর ! দলের বিরুদ্ধে মন্তব্যে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা

তৃণমূল কংগ্রেসের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে সম্প্রতি শোকজ নোটিস পাঠানো হয়েছে। বিধানসভার শৃঙ্খলারক্ষা কমিটির তরফে এই নোটিস জারি করা হয়, যেখানে তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এই পদক্ষেপের পেছনে রয়েছে হুমায়ুন কবীরের সাম্প্রতিক মন্তব্য, যা দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গণ্য হয়েছে।

Read More »
রাজ‍্য ও রাজনীতি

বীরভূম জেলা পুলিশের পাল্টা জবাব: শুভেন্দু অধিকারীর হোলি সময়সীমা বিতর্ক ভিত্তিহীন !

বীরভূম: হোলি উদযাপন নিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর করা অভিযোগ উড়িয়ে দিল বীরভূম জেলা পুলিশ। শুভেন্দু দাবি করেছিলেন যে, বীরভূমে হোলি খেলা নিয়ে পুলিশের তরফে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, যা স্থানীয় মানুষদের জন্য একপ্রকার বিধিনিষেধ। তবে, জেলা পুলিশের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

Read More »
বিনোদন জগত

দোল উৎসবে রঙ ও সুরের মেলা: ১৬ই মার্চ জমবে মহামিলনের দোল !

কলকাতা, ১৩ মার্চ: দোল পূর্ণিমার আনন্দে রাঙিয়ে তুলতে চলেছে জি বাংলা! রঙের উৎসবের এই বিশেষ দিনে নাচ, গান এবং চমকপ্রদ মুহূর্তে ভরে উঠবে সন্ধ্যা। ১৬ই

Read More »
বিনোদন জগত

আতঙ্কে ফিরে এলেন ‘আনন্দ কর’! শ্রীজিত মুখোপাধ্যায়ের ‘Killbill Society’-তে নতুন মোড়

কলকাতা: বাংলা সিনেমার জগতে এক নতুন রহস্যময় অধ্যায়ের সূচনা হতে চলেছে। শ্রীজিত মুখোপাধ্যায় পরিচালিত Killbill Society সিনেমার প্রথম ঝলক প্রকাশিত হয়েছে, যেখানে পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত

Read More »
error: Content is protected !!