Home » ছোট্ট শ্রেয়ান বোঝালো, পুলিশ বন্ধু হতে পারে।

ছোট্ট শ্রেয়ান বোঝালো, পুলিশ বন্ধু হতে পারে।

সকাল থেকেই শ্রেয়ানের ব্যস্ততা ছিলো চোখে পড়ার মতো। কোন এক অজানা কারণে আজ শ্রেয়ান নিজে নিজেই হোম টিউটরের আর স্কুলের হোমোয়ার্ক শেষ করে। বাড়ির সকলেই অবাক। আজ কোন দুস্টুমি নেই বরং কিসের যেন প্রস্তুতি চলছে। আজ তার বাড়ির সামনে মেলায় যাবার বায়না নেই, বায়না নেই খেলতে যাবার।।

বিকেল হতেই মায়ের কাছে আবদার, কাছের কালিতলা আসুতি থানায় নিয়ে যাবার। কারণ গতকাল ছিলো পয়লা সেপ্টেম্বর, পুলিশ দিবস।।

ছোট্ট শ্রেয়ান বোঝালো, পুলিশ বন্ধু হতে পারে।

এই দিন টা রাজ্যের ও দেশের সব পুলিশ দের জন্য উৎসর্গীত। পুলিশ ব্যাতিত সমাজ ভাবা যায়না। দেশের অভ্যান্তরীণ জনগণ ও সমাজের নিরাপত্তার প্রথম নিরাপত্তার দায়িত্ব যাদের হাতে। শুধুমাত্র অপরাধ দমন নয়, জীবনের প্রতিটা মুহূর্তে পুলিশ বিভাগ আমাদের পাশে থাকে।।

সুপারম্যান, স্পাইডারম্যানের মতো, প্রতিটা শিশুর কাছে পুলিশ মানেই বাস্তবিক সুপার হিরো। তাই ডি পি এস রুবি পার্ক স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র শ্রেয়ান নাথ তার পিগি ব্যাংকে জমানো টাকা দিয়ে ফুল আর মিষ্টি নিয়ে হাজির পুলিশ আঙ্কেলদের কাছে। অফিসার ইনচার্জ রূপম ভট্টাচার্য ও সাব ইন্সপেক্টর সুশান্ত দাস সহ থানার সকল আধিকারিক দের সাথে পুলিশ দিবস উদযাপন করলো ছোট্ট শ্রেয়ান।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!