ভুল মানুষ মাত্রেই হয়, সে কথা আমরা জানি কিন্তু তাই বলে এতো সাংঘাতিক ভুল কি ভাবে হতে পারে ? তাও একটা কয়েকশো কোটি টাকার বিনোদন চ্যানেলে।
হাজার বছরের বেশী অতীত হিন্দু ধর্মের পবিত্রতম তীর্থপীঠ গুলির মধ্যে শক্তিপীঠ প্রধান ও অন্যতম। লোকবিশ্বাস অনুযায়ী শক্তিপীঠ গুলি দেবী দাক্ষায়ণী সতীর নানান অঙ্গ প্রস্তুরিভূত অবস্থায় রক্ষিত আছে । সাধারণত ৫১ টি শক্তিপীঠের কথাই বিভিন্ন শাস্ত্র ও তন্ত্রগ্রন্থে উল্লেখ করা আছে। হিন্দু ধর্মালম্বি মানুষ তাদের বিশ্বাসের সাথে এই শক্তিপীঠ গুলিতে তীর্থযাত্রা করে পুন্য অর্জন করেন । কিন্তু আজ বিখ্যাত বেসরকারি বিনোদন টিভি চ্যানেল তাদের সামাজিক মাধ্যমে https://www.facebook.com/watch/?mibextid=qi2Omg&v=2763673733788083&rdid=Ux4Gk11zAZZM8h4G , তাদের আসন্ন পৌরানিক ধারাবাহিক “শক্তি সাধনায় ভৈরব” এর ঘোষণা করতে গিয়ে উল্লেখ্ করে ৫২ টি শক্তিপীঠের কথা । যা দেখে নেটিজেন দের মধ্যে প্রতিক্রিয়া দেখা যায়।
জি বাংলার মতো বিখ্যাত টেলিভীষণ চ্যানলের উচিত আরো দক্ষ ও শিক্ষিত মানুষ দের প্রচারের দায়িত্ত্বে রাখা । নাহলে সাম্প্রতিক গেরুয়া ঝরে দক্ষ-জজ্ঞ নতুন করে বেধে যেতে পারে।