Home » দুর্গা পূজায় থাকবে বৃষ্টি জানিয়েছে আবহাওয়া দপ্তর

দুর্গা পূজায় থাকবে বৃষ্টি জানিয়েছে আবহাওয়া দপ্তর

অম্বিকা কুন্ডু, কলকাতা
দুর্গা পূজায় থাকবে বৃষ্টি জানিয়েছে আবহাওয়া দপ্তর থেকে। এই বার আর পুজোয় আনন্দ করার মতো পরিস্থিতি নেই। গত কয়েকদিনের বৃষ্টিতে খালবিল , ভর্তি হয়ে গিয়েছে। তারউপর আবার বৃষ্টি শুরু হয়েছে যাতে জল কমছেনা খালবিল গুলি ও চাষের জমিতে জমে জল থৈ থৈ অবস্থা। এতে চাষের ধান, শাক সবজি ইত্যাদি সব নষ্ট হয়ে গেছে। বন্যার জলে নষ্ট হচ্ছে কুইন্টাল কুইন্টাল চাল। চাষীদের চোখে জল তারা কি খাবেন? পরিবারকে কি ভাবে খাওয়াবেন? পুজোর সময় কিভাবে থাকবেন? কিভাবে বাঁচবেন? এই প্রশ্নই সাধারণ মানুষের।

কার্শাই নদীর বাঁধ ভেঙে বনবাসী পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা।

DVC এর ছাড়া জলে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল , ধনিয়া খালি সহ বহু এলেকা। বন্যায় জল জমে ছিল এতদিন এরই মধ্যে বৃষ্টি শুরু হওয়ায় জল সরছেই না। এই বন্যা পরিস্থিতিতে পানীয় জলের সমস্যায় ভুগছে বনবাসী।
এইরূপ বন্যা পরিস্থিতি থাকলে সাধারণ মানুষ বাঁচবেন কিভাবে তারই প্রশ্ন উঠছে বার বার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!