অম্বিকা কুন্ডু,কলকাতা
গত সপ্তাহ থেকে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নিম্নচাপের নিম্নচাপের জেরেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হয়ে চলেছে অঝোরে বৃষ্টি।
বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন নিম্নচাপের প্রভাবে বুধবার থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এর সাথে বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন অংশে ঘনবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় বুধবার ও বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ২৭ সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার দার্জিলিংয়ের বেশ কিছু জায়গায় অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলা যেমন দক্ষিণ দিনাজপুর, মালদায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বুধবার। একইভাবে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবার কালিম্পং জেলায়। পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ভিত্তিতে আগামী শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে পূর্বাভাস পাওয়া গিয়েছে সেই পূর্বাভাস অনুযায়ী শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া উন্নতির মুখ দেখতে পারে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে শুক্রবার পর্যন্ত তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়ায় শুক্রবার থেকে উন্নতি হলেও উত্তরবঙ্গের আবহাওয়া শুক্রবারও উন্নতির মুখ দেখবে না বলেই জানা যাচ্ছে।