বয়স মাত্র দু-বছর আর তা নিয়েই হইহই করে এগিয়ে চলেছে বাংলার অন্যতম OTT প্ল্যাটফর্ম KLiKK. এই দুছরে প্রায় ৮০০ টি বাংলা পূর্ণ ও স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র, ২৫টি ওয়েব সিরিজ, ৩৭০০ টি বাংলা গান, ৪০০ টি কার্টুন চিত্র সহ ১৫০ টি বাংলা অডিও স্টোরি নিয়ে আপামোর বাঙালিদের আনন্দ দিতে এসেছে KLiKK . আগামী দিনেও নানান ধরনের বিনোদন মূলক কন্টেন্ট নিয়ে আসবে KLiKK.
এছাড়া অবাঙালি বা হিন্দি ভাষি দর্শকদের আনন্দ দিতে রয়েছে হিন্দি বিভাগ – KLiKK Hindi.
আগামী পয়লা বৈশাখে মুক্তি পেতে চলেছে নতুন বিভাগ KLiKK Bhojpuri. যেখানে ভোজপুরি দর্শকরাও ভোজপুরি কন্টেন্ট দেখতে পাবেন। গোটা পৃথিবীতে বিনোদন প্রেমী মানুষ গুগল প্লে-স্টোর থেকে এই KLiKK OTT ডাউনলোড করে আনন্দের সাথে মনোরঞ্জিত হচ্ছেন।
কিন্তু বর্তমানে মানুষ ভীষন ব্যাস্ত। ইচ্ছা থাকলেও সময়ের অভাবে সব কিছু হাতের কাছে থেকেও দেখে উঠতে পারেন না। তাই তাদের কথা ভেবেই KLiKK আনছে মিনি ওয়েব সিরিজ যা মানুষ বাসে ট্রেনে যাত্রা পথেই দেখে নিতে পারবেন। গত ১০ই ফেব্রুয়ারি স্বল্প সময়ে সেরা গল্পের আমেজ বজায় রেখে আসছে মিনি ওয়েব সিরিজের প্রথম প্রয়াস, কালো সাদা আবছা যা পরিচালনা করেছেন সুরজিত (সাহেব) মুখার্জী ও লিখেছেন অম্লান মজুমদার।
আমাদের প্রতিনিধির সাথে কথা হল কালো সাদা আবছা-র কলা কুশলীদের। দেখুন সেই ভিডিও ।
আপনাদের কাছে অনুরোধ আপনারা আমাদের ইউটিউব চ্যানেল টি সাবসক্রাইব করতে ভূলবেন না