গতকাল রাত দখল করেছে রাজ্যের জনগণ। রাজ্য রাজনীতির পাতায় এই দৃশ্য ছিল প্রথম ও বিরলতম। যেখানে সাধারণ মানুষের পাশাপাশি ছিলেন বুদ্ধিজীবীরাও। নারী পুরুষ শিশু বৃদ্ধ বৃদ্ধা সবাই মিলে গতকাল যেভাবে রাত দখল করছেন তাতে গোটা পৃথিবী স্তম্ভিত হয়েছে।
কলকাতা মানেই রাজনীতি, মিটিং, মিছিলের শহর। কিন্তু গতকাল জনগণের নব জাগরণ দেখে রাজনৈতিক মহল ও প্রশাসনিক মহল অবাক হয়েছেন। যদিও একই সাথে শহরে বেশ কিছু জায়গা থেকে বিক্ষিপ্ত খবর এসেছে। তবে মানুষ আস্থা রাখছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেই। ধর্ষণ বঙ্গ রাজনীতিতে নতুন কিছু নয় কিন্তু ধর্ষণ এবং হত্যা কোনকিছুই কাম্য নয়। অন্যদিকে ধর্ষণ ও হত্যার ঘটনায় রাজনৈতিক রং না থাকলেও পড়বর্তীকালে রাজনৈতিক রং লাগিয়ে নিজের নিজের মতো করেই রাজনৈতিক তরজা শুরু করেন কিছু মানুষ।
আজ নাগেরবাজার গোলপার্ক এলাকায় ১৭৬ নম্বর ওয়ার্ডে স্বাধীনতা দিবস উদযাপন হয়। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড ও বুথ সভাপতি, মহিলা নেত্রী সহ স্থানীয় মানুষ। নিয়ম মাফিক জাতীয় পতাকা উত্তোলনের পরেই সকলের মুখেই ছিলো কলকাতার অভয়া ধর্ষণের প্রতিবাদ ও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা।
তবে এতো কিছুর পরে প্রশ্ন থেকেই যায়, ধর্ষণ কি বন্ধ হবে??
আপনাদের জন্য রইলো ভিডিও।