Home » পশ্চিমবঙ্গ কি বাংলাদেশের পথে হাটছে ?? সেই পরিস্থিতি কি পশ্চিমবঙ্গের জন্য লাভজনক হবে ?

পশ্চিমবঙ্গ কি বাংলাদেশের পথে হাটছে ?? সেই পরিস্থিতি কি পশ্চিমবঙ্গের জন্য লাভজনক হবে ?

অম্বিকা কুন্ডু | কলকাতা, ২০ শে আগস্ট ২০২৪

চারিদিকে আর জি কর কাণ্ডকে ঘিরে হাওয়া গরম। এই ঘটনাকে ঘিরে সৃষ্টি হয়েছে নানান জল্পনা কল্পনা। এই নিম্নমানের ঘটনাটি যে শুধুমাত্র ভারতবর্ষে এই সীমাবদ্ধ রয়েছে তা কিন্তু নয়, এর রেশ ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। গোটা বিশ্বের এখন একটাই দাবি এই ভিন্ন কাজ করার জন্য দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এবং এই রাজ্যের নারীদের সুরক্ষার সুব্যবস্থা করা।।

তবে এই নারী সুরক্ষার ক্ষমতা রয়েছে যাদের কাছে অর্থাৎ রাজ্য সরকার তারাই নাকি সঠিক পদক্ষেপ গ্রহণ করছেন না বলে দাবি করেছেন রাজ্যবাসীগণ , তারা আরো জানিয়েছেন এই অন্যায়ের সঠিক বিচার নাকি পাওয়া যাচ্ছে না।

সোশ্যাল মিডিয়ায় এখন হট টপিক বলতে এই ঘটনাটিকেই বোঝাচ্ছে। এই সোশ্যাল মিডিয়া থেকে উঠে এসেছে অনেক জানা ও অজানা তথ্য। এই তথ্যগুলিকে ঘিরে জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে এক বিশাল গলযোগ। ধারণা করা যাচ্ছে জনগণের এই আক্রোশ পড়তে পারে সিংহাসনের দিকে। যদি এই আক্রোশ সিংহাসন পর্যন্ত পৌঁছায় তবে কি রাজ্যবাসী সিংহাসন চ্যুত করবে বর্তমান শাসক কে? নাকি এই আক্রোশের পরিণাম দেখা যাবে ২০২৬ এর বিধানসভায়?

বর্তমান শাসকের পরিবর্তে পরবর্তী কোন শাসককে দেখতে চাইছেন জনগণ? সেই শাসক আসলে কি আর পুনরাবৃত্তি হবে না এই ঘটনার? নাকি নারী সুরক্ষার এই প্রতিবাদ শেষ হবে ধর্ম নিয়ে? মাত্র কয়েকদিন আগেই বাংলাদেশের পরিস্থিতি গোটা বিশ্ব দেখেছে। বাংলাদেশের চলতি শাসক শেখ হাসিনাকে সিংহাসন চ্যুত করার পর কিন্তু বাংলাদেশের পরিস্থিতি খুব একটা লাভজনক ছিল না। সেই পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশের কিন্তু বেশ কিছুদিন সময় নিতে হয়েছিল। তবে কি গোটা বিশ্ব এবার বাংলাদেশের ন্যায় পশ্চিমবঙ্গকেউ দেখতে চলেছে? সেই পরিস্থিতি কি পশ্চিমবঙ্গের জন্য লাভজনক হবে?
থাকছে এইরকম আরো অনেক প্রশ্ন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!