পর্ণা চ্যাটার্জী, কলকাতাঃ দীর্ঘদিন পর টেলিভিশনে ফিরতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। টেলিভিশনের মাধ্যমে হাতেখড়ি হলেও টেলিভিশন থেকে দীর্ঘদিন দূরে ছিলেন তিনি। ‘হাফ চকলেট’, ‘চেনা মুখের সারি’ তার প্রথম জীবনের টেলিভিশনে কিছু অবিস্মরণীয় কাজ। তবে এবার সিরিয়াল বা অন্য কোন ফিকশন গল্পে নয় তিনি টেলিভিশনে ফিরছেন রিয়্যালিটি শো এর হাত ধরে।
‘শার্ক ট্যাঙ্ক’ এর মত ব্যবসায়িক রিয়্যালিটি শো এবার বাংলায় হতে চলেছে। শোনা যাচ্ছে সেই শো এর সঞ্চালনার দায়িত্ব রয়েছে অভিনেতার কাধে। তবে কোন চ্যানেলে আসতে চলেছে সেই শো তা এখনও জানা যায়নি।
‘শার্ক ট্যাঙ্ক’এর মত এই শো তেও নতুন এবং উদ্যমী ব্যবসায়ীদের সুযোগ করে দেওয়া হবে।
তবে শুধুমাত্র মহিলা ব্যবসায়ীরাই অংশগ্রহণের সুযোগ পাবে এই শো তে। অর্থের অভাবে যেসব মহিলা তাদের ব্যবসা দাঁড় করাতে পারছেন না তাদের জন্য এ এক সুবর্ণ সুযোগ। শো এর বিজয়ী পুরষ্কার হিসেবে ব্যবসা দাঁড় করানোর জন্য প্রয়োজনীয় অর্থ পাবেন। যাতে করে মহিলা ব্যবসায়ীরা তাদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবেন।
অভিনয়ের পাশাপাশি এখন চলচ্চিত্র পরিচালনার কাজও করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। তার পরিচালিত বেশ কিছু ছবি খুবই জনপ্রিয় এবং প্রশংসিত হয়েছে।
বর্তমানে তিনি ফেলুদার চরিত্রে অভিনয় করছেন। খুব সম্প্রতি Zee5 এ ‘সাবাশ ফেলুদা’ নামে তার অভিনীত ওয়েব সিরিজ মুক্তি পেতে চলেছে। সঞ্চালক হিসেবে তাকে টেলিভিশনে এই প্রথম বার দেখা যাবে। তাকে সঞ্চালকের ভূমিকায় দেখার জন্য উদগ্রীব হয়ে আছে দর্শক এবং তার ভক্তরা।