Home » বঙ্গের হিন্দুরা কি পিছিয়ে পড়ছে? বঙ্গীয় হিন্দু সেনা -প্রতিষ্ঠার কারন কি? রাজনৈতিক নাকি অরাজনৈতিক? মুখোমুখি – অম্বিকানন্দ মহারাজ।

বঙ্গের হিন্দুরা কি পিছিয়ে পড়ছে? বঙ্গীয় হিন্দু সেনা -প্রতিষ্ঠার কারন কি? রাজনৈতিক নাকি অরাজনৈতিক? মুখোমুখি – অম্বিকানন্দ মহারাজ।

সাম্প্রতিক কালের রাজনৈতিক আবহাওয়ায় বার বার প্রতিধ্বনিত হচ্ছে “জয় শ্রীরাম”। শুধুমাত্র ঈশ্বরের ভক্তি নয় “জয় শ্রীরাম” কে তৈরী করা হয়েছে এক রাজনৈতিক  প্রতিবাদের ভাষা হিসাবে। এই রাম রাজত্ব কি আদৌ বাংলায় ছিল? খুব স্পষ্ট কথায় বলতে গেলে দিল্লীর মসনদে বিজেপির নরেন্দ্র মোদির শাষন কাল শুরু হবার পরেই এই রাম রাজত্বের শুরু যার সুত্রপাত ছিল অযোধ‍্যার বাবরি মসজিদ ভেঙে ফেলার সময়। যদিও আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি তার একটি তথ‍্যচিত্রে গুজরাত দাঙ্গা কেই এর সুত্রপাত বলেছেন। কেন্দ্রে বিজেপি আসার পর থেকেই হিন্দু সংগঠন গুলির সক্রিয়তা বেড়েছে আগের থেকে বহুগুন। দেশের হিন্দু মন্দির থেকে তীর্থপীঠ গুলিকে নবকলবরে সাজিয়ে আরো আকর্ষণীয় করে তোলা হয়েছে। কিন্তু এত কিছুর মধ‍্যেও সাংগঠনিক প্রক্রিয়াতে কোথাও ব্রাত‍্য থেকে গেছে বাঙালি হিন্দু নেতৃত্ব।

আবার বিভিন্ন সামাজিক মাধ‍্যমে, পত্রিকায় ও সংবাদ মাধ‍্যমে বার বার দেখা যাচ্ছে হিন্দু রীতি নিয়ে চরম সংঘাত। হিন্দু শাস্ত্রের উল্লেখ বা নির্দেশ ছাড়াই কোথাও ধর্মেরপালেরা তৈরী করছেন নানা জৈবতত্বের। কোথাও কোথাও চলছে হিন্দুত্ব নিয়ে ব‍্যাবসায়িক ষড়যন্ত্র বা অর্থ উপার্জনের নবতম পথ অবলম্বন।

দেশজুড়ে এই গেরুয়া ঝড়ের মধ‍্যেই হঠাৎ করেই বাংলায় কেন তৈরী হল “বঙ্গীয় হিন্দু সেনা”? তাহলে কি বাংলায় বাঙালি হিন্দুরা পিছিয়ে পড়ছে নাকি আবার নতুন কোন রাজনৈতিক সুর্যদয়? আজ বহু বিতর্কিত প্রশ্নের উত্তর নিয়ে আমাদের মুখোমুখি “বঙ্গীয় হিন্দু সেনা”র প্রতিষ্ঠাতা ও সর্বাধিনায়ক অম্বিকানন্দ মহারাজ। (পর্ব -১ / চলবে )

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!