২৮শে এপ্রিল কলকাতা প্রেস ক্লাব – এ আশ্রয় সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন বৃদ্ধাশ্রমের বৃদ্ধ-বৃদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদানে উদ্যোগ নেয়। যার কর্ণধার এবং উদ্যোক্তা হলেন বিশিষ্ট আইনজীবী শান্তনু সিনহা মহাশয়। একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরকে নতুন উদ্যোগের সাথে বরণ করে নেন তিনি।
বৈশাখী প্রবীণ বরণে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী শ্রী স্নেহাশীষ চক্রবর্তী। এছাড়াও উদ্যোগটি সফলভাবে শুরু এবং সম্পন্ন করার জন্য সভায় উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী মাননীয় শ্রী প্রসূন কুমার দত্ত, পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন মাননীয়া সুদেষ্ণা রায়, ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া – এর সভাপতি মাননীয় শ্রী স্বরূপ বিশ্বাস এবং সংগীতশিল্পী মাননীয়া ভাস্বতী দত্ত।
অনুষ্ঠানটির সূচনা হয় রবীন্দ্র সংগীত দিয়ে। তারপর একে একে অতিথিদের সম্মান জানিয়ে মন্তব্য রাখতে বলা হয়। অভিনেত্রী সুদেষ্ণা রায় বলেন, মানুষের শুধু টাকা-পয়সা থাকলেই হয় না,দরকার হয় একটা অবলম্বনের। “আশ্রয়” সেই অবলম্বন হয়ে বৃদ্ধ মানুষদের পাশে থাকার হাত বাড়িয়ে দেয়। এই পথ চলায় তাদের সাথ দিয়েছেন বেসরকারি হসপিটাল গুডেস। পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী মাননীয় শ্রী স্নেহাশীষ চক্রবর্তী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং দ্রুত চিকিৎসা প্রদানের কথা বলেন।
শান্তনু সিনহার উদ্যোগে এবং বাকি অতিথিদের সহযোগিতায় অনুষ্ঠানটি সুসম্পন্ন হয়। বৃদ্ধ-বৃদ্ধা ও আরো কিছু অতিথিদের সম্মান প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করা হয়।