Home » বাঙালি মেয়েরা কালাজাদু করে, অবাঙালিদের ধারণা।

বাঙালি মেয়েরা কালাজাদু করে, অবাঙালিদের ধারণা।

অম্বিকা কুন্ডু | কলকাতা, ২০ শে আগস্ট ২০২৪

“কালো জাদু”, যার ইংরেজি অর্থ “ব্ল্যাক ম্যাজিক” এই শব্দটির সঙ্গে আমরা প্রায় কমবেশি অনেকেই পরিচিত। কালো জাদুর মাধ্যমে নাকি নিজের পছন্দ অনুযায়ী যে কোন মানুষকে বশে আনা যায়, এই ধারণা রাখেন অনেক অবাঙালি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটি খুবই প্রচার হচ্ছে যে বাঙালি মেয়েরা নাকি কালো জাদু করে। অনেক বড় বড় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা এই বিষয়টি নিয়ে অনেক মনোরঞ্জনকারী ভিডিও করে থাকেন। আবার অনেকে মনে করেন কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক আসলে মানুষের মনের কুসংস্কার।


তবে এতকিছুর মধ্যেও প্রশ্ন হল কেন অবাঙালিরা মনে করেন বাঙালি মেয়েরা কালো জাদু করে?

উত্তরটি হল বাঙালি মেয়েরা রুপে ও গুনে লক্ষ্মী এবং সরস্বতী-এই উক্তিটির তাৎপর্য এই যে বাঙালি মেয়েদের যেমন রূপ রয়েছে তেমন গুণও কিছু কম নয়। এখনকার সমাজে বাঙালি মেয়েরা উচ্চশিক্ষিত হওয়ার পাশাপাশি ঘর সংসার ও সামলাতে জানে। তারা একধারে ঘর সামলায় এবং অন্যদিকে বাইরে গিয়ে কাজও অর্থাৎ চাকরিও করছেন।

বাঙালি মেয়েদের এত গুণ থাকার কারণে অবাঙালি পরিবারের ছেলেরা বাঙালি মেয়েদের প্রতি একটু দুর্বল চিত্তের হয়ে থাকে। কোন বাঙালি মেয়ের সঙ্গে যদি কোন অবাঙালি পরিবারের ছেলের বিবাহ সম্পন্ন হয় তাহলে দেখা যায় যে সেই বাঙালি মেয়েটি ওই অবাঙালি পরিবারে সুন্দরভাবে গুছিয়ে সংসার করছে এবং সেই পরিবারের সকল সদস্য ও তার স্বামীকেও তার কথা মেনে চলতে দেখা যায়। এর কারণ হিসাবে ধরা হয় যে বাঙালি মেয়েরা যুক্তি সম্মতভাবে কথা বলেন ও পরিবারের সকল সদস্যকে সঠিকভাবে সম্মানও করতে পারেন।

এই কারণেই কিছু মানুষের ধারণা এই যে বাঙালি মেয়েরা কালা জাদু করে তার স্বামী ও শ্বশুর বাড়ির সকল সদস্যদের নিজের বশে করে রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!