আজ ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত 4 নম্বর ওয়ার্ডে পৌর পিতা মাননীয় সত্যজিৎ আচার্যের উদ্যোগে এবং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীদের সহযোগিতায় দীপাঞ্জলি অনুষ্ঠান গৃহে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে সুগার টেস্ট ব্লাড প্রেসার টেস্ট দন্ত পরীক্ষা চক্ষু পরীক্ষা ইসিজি চশমা প্রদান এবং জেনারেল চিকিৎসকদের দ্বারা স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজকের এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে সহযোগিতার হাত বাড়িয়েছিলেন সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড
আজকের এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মাননীয় উত্তম দাস মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন পৌরপিতা মাননীয় ঋতব্রত পালিত পৌরপিতা মাননীয় দেবু মজুমদার পৌর মাতা মাননীয়া জ্যোতি চক্রবর্তী পৌর মাতা মাননীয়া সন্দীপা বিশ্বাস। আজকের এই স্বাস্থ্য পরীক্ষা সেবিকটি ছিল চোখে পড়ার মতো ভিড় বহু মানুষ এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করা সর্বোপরি এই অনুষ্ঠান থেকে সাংবাদিকদের সম্মান প্রদান করা হয়।
আমরা শুনে নেব চার নম্বর ওয়ার্ডের পৌর পিতা মাননীয় সত্যজিৎ আচার্য এবং ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান মাননীয় উত্তম দাসের বক্তব্য।
ব্যারাকপুর থেকে দেবাশীষ পালের রিপোর্ট