সঙ্গীত ও নৃত্য আমাদের ভারতীয় সংস্কৃতির অন্যতম ধারক বাহক হলেও সেখানেও আছে বেশ কিছু বিধিবিধান। অর্থাৎ সাধারন মানুষের মত মনের আনন্দ প্রকাশ করতে উর্ধ্বতন সরকারী কর্মচারী বা রাজনৈতিক নেতা নেত্রীরা নাচলেই ছুটে আসে কটাক্ষ বিরোধী দল থেকে।
পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্য সরকারের একাধিক দুর্নীতি সামনে আসার পর রাজ্যের মাননীয়া মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে রেড রোডে নৃত্য দেখে বিরোধী দলের নেতা মন্ত্রী থেকে আইনজীবীরা পর্যন্ত কটাক্ষ করতে ছাড়েননি। এবার সামনে এলো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “গরবা” নাচের একটি ভিডিও যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিও তে দেখা যাচ্ছে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক দল মহিলার সাথে তালে তাল মিলিয়ে “গরবা” নৃত্যে মগ্ন। যদিও ভিডিও টি আসল নাকি এটি তথ্য প্রযুক্তির সাহায্যে তৈরী তা এখনো স্পষ্ট নয়। বা দ্যা ইন্ডিয়ান ক্রনিকেলস নিশ্চিত নয়। কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে।। যদিও তিনি প্রধানমন্ত্রী তাই এর বাইরে কিছু বলার ক্ষমতা কারই বা থাকতে পারে?
हमारे मोदी जी .. गरवा भी एकदम ताल के साथ .😁 pic.twitter.com/SbhpbCwJNH
— Minni Razdan (@mini_razdan10) November 8, 2023