Home » ভার্চুয়ালি উন্মোচন হল ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের

ভার্চুয়ালি উন্মোচন হল ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের

অমৃত ভারত স্টেশন’ প্রকল্প কেন্দ্রীয় সরকারের ভারতীয় রেলকে সুসজ্জিত আন্তর্জাতিক মানের করার লক্ষ্যে এক পদক্ষেপ। এই পদক্ষেপের অন্তর্গত হুগলি জেলার শেওড়াফুলি স্টেশনও। দেশের বিভিন্ন স্টেশনের সাথে সাথে হুগলি জেলার শেওড়াফুলি স্টেশনেও আজ উন্নয়নের ভিত্তিপ্রস্তর, ভার্চুয়ালি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও এই ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। পূর্ব রেলের পক্ষ থেকে শেওড়াফুলি স্টেশনের, স্টেশন ম্যানেজার জানান, এই প্রকল্পে স্টেশনের সম্পূর্ণ রূপ বদল করে এক নতুন আন্তর্জাতিক মানের স্টেশন উপহার পাবে শেওড়াফুলি তথা হুগলি জেলার মানুষ।

স্টেশনে থাকবে চলমান সিঁড়ি, লিফট, এটিএম কাউন্টার, পার্কিংয়ের সু-বন্দোবস্ত, সহ যাত্রীদের জন্য প্রতীক্ষালয়। তিনি আরোও জানান এই প্রকল্পে শেওড়াফুলি স্টেশনের জন্য বরাদ্দ হয়েছে ৩১.২ কোটি টাকা। শেওড়াফুলি ছাড়াও পূর্ব রেলের অন্তর্গত আরো নয়টি স্টেশন এই ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে যার মধ্যে হুগলি জেলার আরেক ঐতিহ্যমন্ডিত স্থান তারকেশ্বর স্টেশনও রয়েছে। রেলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নিত্য যাত্রীরা। স্থানীয় ও নিত্যযাত্রীরা জানান তারকেশ্বর এবং শেওড়াফুলি দুই স্থানই ঐতিহ্যমন্ডিত। এই প্রকল্পের উদ্বোধনে সাধারণ যাত্রীরা যেমন আনন্দিত তেমনি তারা চান সকাল বিকাল ট্রেনের সংখ্যা আরও বাড়ানো হোক, নিরাপত্তা ও সুরক্ষার দিকে নজর দিক রেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!