প্রায় সব বাঙালীর কাছে বাংলা ক্যালেন্ডারে বৈশাখ মাস মানে রবি মাস, ২৫শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। গোটা বাঙালি জাতির কাছে ২৫শে বৈশাখ অথবা রবীন্দ্র জয়ন্তী এক অন্যতম সাংস্কৃতিক উৎসব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে সারা বাংলা জুড়ে পালিত হচ্ছে কবিপক্ষ, এক পক্ষকাল ধরে।
প্রতি বছরের মত এবছরও রবীন্দ্র সদন সংলগ্ন ক্যাথিড্রাল রোড মঞ্চে ৮ই মে বিকেল ৫টায় একটি অনুষ্ঠানের আয়োজন করে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ। মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন শিল্পীরা, গায়ক-গায়িকা, বুদ্ধিজীবী সহ অনেকে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
কবিপক্ষ উপলক্ষে সেজে উঠেছে সম্পুর্ন রবীন্দ্র সদন–নন্দন চত্বর। বিকেল হতেই রবীন্দ্র সদন চত্বরে সংস্কৃতিপ্রেমীদের সমাগমে তিল ধারণের ঠাঁই নেই।
৯-২৩ মে ২০২৪, এই ১৫ দিন ধরে কবিপক্ষের অনুষ্ঠান চলছে রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহ, একতারা মুক্তমঞ্চ, শিশির মঞ্চ ও বাংলা অ্যাকাডেমির সভাঘরে। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আছে, একক সঙ্গীত, সমবেত সঙ্গীত, নৃত্য-আলেখ্য, আবৃত্তি- আলেখ্য, একক আবৃত্তি, একক নৃত্য ইত্যাদি। নবীন, প্রবীন শিল্পীদের উপস্থাপনায় প্রতিটি মঞ্চ আলোকিত।
৯-১৫ মে গগনেন্দ্র প্রদর্শশালায় প্রদর্শিত হচ্ছে রবীন্দ্রনাথের “স্মৃতিকথায় রবিকথা” শীর্ষক একটি প্রদর্শনীও। চলছে পুস্তক প্রদর্শনীও।
পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে ‘কবি প্রণাম ১৪৩১’ অনুষ্ঠানে ১৫ই মে ২০২৪ বুধবার সন্ধ্যায়, শিশির মঞ্চে প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী সোনালী চক্রবর্ত্তীর নিবেদন।