পূর্ব মেদিনীপুর:– পূর্ব মেদিনীপুর রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি-র বিধানসভা এলাকার থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ ৫০০ পরিবারের, জানিয়ে ইতিমধ্যেই অস্বস্তিতে তৃণমূল। পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে বিজেপির রণকৌশল এগিয়ে যাচ্ছে তাতে তৃণমূল দিনে দিনে কোণঠাসা হয়ে যাচ্ছে। তার ছবি মঙ্গলবার দেখা গেল তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান নিয়ে। যত পঞ্চায়েত ভোট এগিয়ে আসবে তত তৃণমূল একে একে পঞ্চায়েত শূন্য হওয়ার পরিস্থিতি তৈরি হবে, ভয়-ভীতি ও পুলিশের ভয় দেখিয়ে কোন প্রকার বিজেপিকে রাখা যাবে না এমন টাই জানালেন তৃণমূল ছেড়ে আসা বিজেপিতে যোগ দান করা মনোজিৎ মান্না।

সংবাদ ও রাজনীতি
মমতাকে নিয়ে বিতর্কিত বই ! কাকলির আইনি লড়াইয়ে বারাসত আদালতের নিষেধাজ্ঞা
বারাসত আদালত মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দীপক ঘোষের বিতর্কিত বইয়ের প্রকাশনা ও প্রচারে নিষেধাজ্ঞা জারি করল। কাকলি ঘোষ দস্তিদারের মানহানির মামলার ভিত্তিতে নেওয়া এই পদক্ষেপ নতুন করে রাজ্য রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে।