Home » রাহা কাপুরের জন্মের পর ‘জিগরা’ ছবির মাধ্যমেই প্রথম ছবির সেটে ফিরছেন আলিয়া।

রাহা কাপুরের জন্মের পর ‘জিগরা’ ছবির মাধ্যমেই প্রথম ছবির সেটে ফিরছেন আলিয়া।

অম্বিকা কুন্ডু, কলকাতা
শীঘ্রই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে করণ জোহারের ছবি ‘ জিগরা ‘। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে আলিয়া ভাট কে। আলিয়া ভাট ও রণবীর কাপুরের মেয়ে রাহা কাপুরের জন্মের পর জিগরা ছবিতে প্রথম সেটে ফিরছেন ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’। আলিয়ার সঙ্গে ছবিতে দেখা যেতে চলেছে ‘দ্য আর্চিজ’এর অভিনেতা বেদাং রায়নাকে। তাদের দেখা যাবে ভাই ও বোনের চরিত্রে। এই ছবির কাহিনীতে দেখা যাবে কিভাবে আলিয়া তার নিজের ছোট ভাইকে দুষ্ট লোকেদের হাত থেকে উদ্ধার করবে।

বেদাং এর সঙ্গে আলিয়ার এটি প্রথম ছবি, প্রথম ছবি করার সত্বেও আলিয়া বেদাং এর অভিনয় মুগ্ধ হয়েছেন। সাক্ষাৎকারে আলিয়া বলেছেন “বেদাং এককথায় অপূর্ব। অসাধারণ অভিনয় করে। বড্ড খাটতে পারে।আমি নিশ্চিত বেদাং নিজেও জানে না ও কতটা ভাল। ‘জিগরা’তে একটি কান্নার দৃশ্য রয়েছে যেখানে বেদাংকে কাঁদতে দেখা যাবে। ছবির ভীষণ গুরুত্বপূর্ণ দৃশ্য। এবং ও যখন সেই দৃশ্যের শুটিং শেষ করল আমি তা দেখে চমকে গিয়েছিলাম। ওকে বলেওছিলাম, ‘তুমি সুন্দরভাবে কাঁদতে পারো এবং পর্দায় তা দারুণভাবে ফুটে উঠবে। এখন বলি-নায়কের পক্ষে খুব কাজের কথা এটা। একই সঙ্গে ছবির জন্যেও ভাল ব্যাপার। আর একটা কথা, নিজের চরিত্র নিয়ে বেদাং বেশ চিন্তাভাবনা করে। প্রস্তুতি নিয়ে সেটে আসলেও শুটিং চলাকালীন তাৎক্ষণিক অভিনয়েও কিন্তু ও বেশ পটু। বেদাং আমাকে রণবীর সিংয়ের কথা মনে করিয়ে দে। এই কথাটা আমি ওকেও বলেছি”।

তিনি আরো বলেছেন ” বেদাং খুব সুন্দর গাইতেও পারে। ছবির পরিচালক আর আমি এই বিষয়ে প্রায়শই কথা বলি। এছাড়াও বেদাং মানুষ হিসাবে বড্ড গভীর। এই বয়সেই। ওই যে বলে না, ‘ওল্ড স্কুল’ও ঠিক ওরকম। আমিও নিজেকে ‘ওল্ড স্কুল’ মানুষ বলে ভাবতেই পছন্দ করি। কিন্তু বেদাংয়ের কাছে আমি শিশু। ওর চিন্তাভাবনা ভীষণ গভীর, তা ওর কথাবার্তাতেই ফুটে ওঠে”।

এই ছবিতে আলিয়াকে দেখা যাবে বাস্কেটবল খেলোয়াড় রূপে। বাস্কেট বলারের চরিত্রে নিজেকে সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য অনেকদিন ধরেই বাস্কেটবল খেলার প্রস্তুতি শুরু করেছিলেন অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!