Home » রুকুর আঁকা ছবির “এক ঘর” প্রদর্শনী

রুকুর আঁকা ছবির “এক ঘর” প্রদর্শনী

একটা ছবি বলতে পারে শিল্পীর মনের হাজারটা কথা। দর্শকের অজান্তেই, ছুঁয়ে যেতে পারে দর্শকের মন। দক্ষিণ কলকাতার গড়িয়াহাট ফার্ন রোডের জোরবাংলো তে শুরু হয়েছে রুকুর একাঙ্ক ছবির প্রদর্শনী। শিল্প ও সংস্কৃতির শহরে ছবির প্রদর্শনী স্বাভাবিক হয়েই থাকে কিন্তু এই প্রদর্শনী একেবারেই অন্য রকম। কারণ ছবির শিল্পী রুকু নিজেই।

শিল্পী বিনায়ক ভট্টাচার্য, সামাজিক মাধ্যমে রুকু নামেই বেশী পরিচিত তাই রুকুর ছবির প্রদর্শনী বললেও ভুল হবে না। তবে অন্য শিল্পীদের থেকে আলাদা রুকু। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি দের মধ্যে পড়লেও তার প্রথম প্রদর্শনীর ছবি গুলি বুঝিয়ে দিয়েছে যে হয়তো স্বাভাবিক মানসিকতার শিল্পীদের থেকেও রুকু হয়তো অনেকটাই এগিয়ে রয়েছে। প্রদর্শনীর উদ্বোধক কবি যশোধরা রায় চৌধুরী ও শিল্পী রৌদ্র মিত্র সহ সকল অতিথিরা রুকুর আঁকা ছবি দেখে অবাক হয়েছেন। প্রদর্শনী চলবে ২১, ২২ ও ২৩শে জানুয়ারি, দুপুর ৩টে থেকে রাত ৯টা অবধি।

প্রথম দিনেই রুকুর বেশ কিছু ছবি বুকিং পেয়েছে। স্বাভাবিক ভাবেই রুকুর বাবা রনেন ভট্টাচার্য ও মা সুমনা ভট্টাচার্য ভীষণ খুশি, কারণ রুকুর সাথে এই লড়াই ছিলো তাদেরও। রুকুর কল্পনায় সৃষ্টি প্রতিটি ছবি একটাই কথা বার বার বুঝিয়ে দিচ্ছে, যে বিশেষ চাহিদা সম্পন্ন এই কথাটি ভুল। চাহিদা সকলের, সব মানুষের একটাই, তা হলো ভালোবাসা।

আফরিন সুলতানা
আশুতোষ কলেজ, গণমাধ্যম বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!