Home » লন্ডনে শিশুদের পর্ণসাইট ‘দ্য অ্যানেক্স’ চালানোর অভিযোগ ভারতীয় চিকিৎসকের বিরুদ্ধে

লন্ডনে শিশুদের পর্ণসাইট ‘দ্য অ্যানেক্স’ চালানোর অভিযোগ ভারতীয় চিকিৎসকের বিরুদ্ধে

পর্ণা চ্যাটার্জী, কলকাতাঃ লন্ডনে শিশুদের আপত্তিকর ছবি ও ভিডিও নিয়ে ব্যবসা করছিলেন এক ভারতীয় মনোরোগ বিশেষজ্ঞ। শিশুদের পর্ণসাইট চালানোর অভিযোগে ৬ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় ব্রিটেন আদালত। তিনি ডার্ক ওয়েবে শিশুদের একটি পর্ণসাইট চালাতেন তাতে নিয়মিত শিশুদের বিভিন্ন আপত্তিকর ছবি ও ভিডিও শেয়ার করা হত।

লন্ডনে শিশুদের পর্ণসাইট ‘দ্য অ্যানেক্স’ চালানোর অভিযোগ ভারতীয় চিকিৎসকের বিরুদ্ধে

কবির গর্গ নামে ৩৩ বছরের ওই ডাক্তারকে গত নভেম্বর মাসে লন্ডনে তার লিউইসহ্যামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সির তদন্তকারীরা জানান ওই সময়ও কবির তার ল্যাপটপে সাইটটি খুলে বসে ছিলেন। সাইট মডারেটর হিসেবে তার নাম ও লগ ইন করা ছিল। প্রায় ৭০০০ শিশুদের শরীরের নানা আপত্তিকর ছবি ও ভিডিও পাওয়া গেছে তার ল্যাপটপে। মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে শিশুদের যৌন হেনস্তার বিষয়ে বহু তথ্য, নথি, জার্নাল পাওয়া গেছে। এ সংক্রান্ত একটি বই ‘আ স্টাডি অন চাইল্ড অ্যাবিউসড ইন ইন্ডিয়া’ পাওয়া গেছে।

লন্ডনে শিশুদের পর্ণসাইট ‘দ্য অ্যানেক্স’ চালানোর অভিযোগ ভারতীয় চিকিৎসকের বিরুদ্ধে

কবিরের ওয়েবসাইট ‘দ্য অ্যানেক্স’-এ, সাড়া পৃথিবী জুড়ে প্রায় ৯০ হাজার সদস্য ছিল। যারা টাকার বিনিময়ে ওইসব ফটো ও ভিডিও দেখত। তদন্তকারীরা আরও জানিয়েছেন ওই ডার্ক ওয়েবে রোজ শিশুদের যৌন হেনস্তা নিয়ে আলোচনা চলত। সমস্ত কিছুর মুলে ছিলেন ওই ভারতীয় মনোরোগ বিশেষজ্ঞ। গত জানুয়ারি মাসে তার নামে ৮টি মামলা করা হয়। গত ২৩ শে জুন ব্রিটেনের উলউইচ ক্রাউন কোর্টে তাকে দোষী সাবস্ত করা হয় এবং তার ৬ বছরের জেল হয়। বিচারক মনে করেন কবিরের দোষ অনেকাংশে বেশি তার কারণ নিজে একজন মনোরোগ বিশেষজ্ঞ। তাই তার জানা উচিৎ এই ঘটনা শিশুদের মনের ওপর কতটা চাপ ফেলতে পারে। এত কিছু জানার পরও এই ব্যবসা করাকে খুব নিকৃষ্ট মানের অপরাধ হিসেবেই দেখছে ব্রিটেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!