ষষ্ঠ ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সম্মেলনে পূর্ব ভারতে শিক্ষায় শ্রেষ্ঠত্বের জন্য, এক উজ্জ্বল সম্ভাবনাময় বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে পুরস্কৃত হল অ্যাডামাস বিশ্ববিদ্যালয়।
ভারতীয় শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অ্যাডামাস ছাড়াও দেশের ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠান চলতি বছর এই পুরস্কার পায়। আইআইটি-আইএইএম মতো শিক্ষাকেন্দ্রগুলির নামও রয়েছে সেই তালিকায়। দিল্লিতে অনুষ্ঠিত এই সম্মেলনের আয়োজন করে ফেডারেশন ফর ওয়ার্ল্ড অ্যাকাডেমিকস।

President, Federation of World Academics, New Delhi
Prof. (Dr.) Tushar K. Nath
President, Chancellor’s Office, Adamas University
এই অনুষ্ঠানের বিষয় ছিল ‘প্রযুক্তি বিদ্যার সুযোগ ও প্রতিকূলতা: ভারতে জি২০-২০২৩ সম্মেলনের সাফল্যের প্রভাব’।
মুখ্য অতিথি হিসেবে এই সম্মেলনে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই)-এর চেয়ারম্যান টি.জি. সীতারাম। উদ্বোধনী আলোচনা সভায় অংশ নেন আইআইএম আহমেদাবাদ-এর ডিরেক্টর ভারত ভাস্কর; আইআইটি রোপার-এর ডিরেক্টর রাজীব আহুজা; এবং আইআইএম লখনৌ-এর শৈলেন্দ্র সিং।
চ্যাটজিপিটি’র মাধ্যমে এআইসিটিই’র ওপর হিন্দিতে লেখা কবিতা এই অনুষ্ঠানে বিশেষ নজর কাড়ে। পাশাপাশি, সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘জন ভাগিদারী’ উদ্যোগ নিয়ে আলোচনা করেন প্রফেসর সীতারাম। এছাড়াও তাঁর বক্তব্যে উঠে আসে জি২০ সম্মেলনে ভারতের বিশ্বব্যাপী কৌশলগত অবস্থানের বিষয়টিও।