শিলিগুড়ি থেকে রায়গঞ্জ অভিমুখী একটি চার চাকার গাড়ি থেকে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনায় গাড়ির চালককে আটক করে পুলিশ, বাকিদের খোঁজে তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায় বুধবার বিকেল একটি চার চাকার গাড়ি রায়গঞ্জ অভিমুখে যাওয়ার পথে চোপড়া থানার মের্ধাগছ এলাকায় রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে আঘাত করলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানের মধ্যে ঢুকে যায় এবং গাড়িটি দুমড়ে মুচরে উল্টে যায়।
স্থানীয়রা আসার আগেই গাড়ির মধ্যে থাকা এক ব্যক্তি পালিয়ে যায়। কিন্তু চালকের অবস্থা আশঙ্কাজনক থাকায় তারা থানায় ফোন করে পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে তিনি চোপড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছেন। পুলিশ এসে গাড়িটি তল্লাশি করতেই গাড়ীর পিছনের সিটের নিচ থেকে প্রচুর পরিমাণে গাঁজা ভর্তি প্যাকেট উদ্ধার করে। যার আনুমানিক মূল্য কয়েক লক্ষ টাকা। পুলিশ গাঁজা সহ গাড়িটিকে আটক করে চোপড়া থানায় নিয়ে যায়। প্রচন্ড গতির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার শিকার হয়েছে