বলিউডের প্রবীন অভিনেতা ধর্মেন্দ্র ধরা দিলেন একেবারে অচেনা লুক -এ। বয়সের ভারে অনেকদিন ধরেই অভিনয় থেকে নিজেকে নির্বাচনে রেখেছিলেন বলিউডি এই হি-ম্যান।
Zee5 এর উদ্যোগে শুরু হতে চলেছে Original series “Taj – Divided by Blood” এ এই প্রবীন বলিউডি অভিনেতা কে দেখা যাবে “শেখ সেলিম চিস্তি”-র চরিত্রে। সেই ছবিই সামাজিক মাধ্যমে শেয়ার করে অনুরাগীদের কাছে শুভেচ্ছা প্রার্থনা করলেন স্বয়ং প্রবীন অভিনেতা ধর্মেন্দ্র।
এছাড়াও তার সাথে এই সিরিজে অভিনয় করতে দেখা যাবে বলিউডের অন্যতম প্রবীন অভিনেতা নাসিরউদ্দিন শাহ কে। মুঘল সাম্রাজ্যের অতীতের কাহিনী নিয়ে এই সিরিজের শুটিং শুরু হয়েগেছে বলেই জানা যাচ্ছে।
an other look…… hope you like it. pic.twitter.com/TsYlHBKXXt
— Dharmendra Deol (@aapkadharam) February 15, 2023
ধর্মেন্দ্র-র এই নতুন চরিত্রে অভিনয়ের খবরে তার অনুগামীদের সাথে সাথে খুশী তার পরিবার ও তার সহ অভিনেতা অভিনেত্রী রাও।