হাওড়া (সাত সকালে দোকান খুলতে এসে ইলেকট্রিক শক খেয়ে আহত হলেন দোকানদার সঙ্গে পুড়লো দোকান ঘরটি ) ঘটনাটি ঘটেছে সাঁকরাইল থানা অন্তর্ভুক্ত মানিকপুর তিন কপাটি পোল সংলগ্ন এলাকায়। আজিবর মল্লিক তার পানের দোকান সকালে এসে খোলে তারপর সে দেখে খোলার চালের দিকে কি একটা আওয়াজ হল এমন সময় সেই জায়গায় হাত দিতে সঙ্গে সঙ্গে ইলেকট্রিক শক খেয়ে দাঁড়িয়ে থাকে সেই সময় স্থানীয় দোকানদার এসে ইলেকট্রিক তারটি টেনে ছিড়ে দেয়। এমতাবস্থায় তাকে বসিয়ে রাখা হয় এবং স্থানীয় দোকানদার এসে যে যার মত করে দোকানে জল দিয়ে নেভাতে থাকে। চলে আসেন স্থানীয় থানার প্রশাসন। কিছুক্ষণের মধ্যেই দোকানের আগুন নেভাতে সক্ষম হয় স্থানীয় বাসিন্দা এবং দোকানদাররা। বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো দিনের বেলা হাওয়ায় এই বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল দোকানটি। দোকান সংলগ্ন আরো অনেক দোকান ক্ষতিগ্রস্ত হতো এমনই অভিমত এলাকাবাসী। পার্শ্ববর্তী একটি দোকানে এই দোকান থেকে আগুন লাগে দ্রুততার সহিত আগুন নেভাতে সক্ষম হয় দোকানদাররা।

প্রয়াত বরিষ্ঠ বলিউড অভিনেতা দেব মুখার্জী: কাজল ও রানী মুখার্জীর ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন তিনি
বলিউড ইন্ডাস্ট্রি এক কিংবদন্তি অভিনেতাকে হারালো। প্রয়াত হলেন বরিষ্ঠ অভিনেতা দেব মুখার্জী (Deb Mukherjee)। তিনি ১৯৬০ ও ৭০-এর দশকে একাধিক জনপ্রিয় হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন। তবে শুধু একজন সফল অভিনেতাই নন, দেব মুখার্জী ছিলেন বলিউডের অন্যতম সম্মানিত মুখার্জী পরিবারের সদস্য। তাঁর প্রয়াণে সিনে দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া।