কেন্দ্রের বিচারে বুনিয়াদি শিক্ষায় শীর্ষস্থান দখল করল পশ্চিমবঙ্গ। আর বাংলার শিক্ষা যখন সেরার তালিকায় সবার উপরে, তখন অনেকটা পিছিয়ে বিজেপি পরিচালিত রাজ্যগুলি। শনিবার টুইট বার্তায় পশ্চিমবঙ্গের বুনিয়াদি শিক্ষার শীর্ষস্থান দখলের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি লেখেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুকুটে আরও একটি পালক।
খোদ প্রধানমন্ত্রীর উপদেষ্টা সংসদ এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ইনস্টিটিউট ফর কমপিটিটিভনেসের প্রকাশিত রিপোর্টে ৫৪.৫৮ পেয়ে দেশের মধ্যে বিদ্যালয়ের বুনিয়াদি শিক্ষা এবং গাণিতিক স্বাক্ষরতায় পশ্চিমবঙ্গ প্রথম। আর এই শিক্ষাসংক্রান্ত মূল্যায়নের বিচারে বিজেপি পরিচালিত রাজ্যগুলি পিছিয়ে থাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পঞ্চায়েত নির্বাচনের আগে বিরাট অস্ত্র পেয়ে গেল বলেই মনে করছেন অনেকেই।