সুজলা সুফলা আমাদের এই বাংলা। যেখানে সোনার ফসল ফলান চাষীভাইরা। তবে রাজ্য এখন সত্যিই সোনায় মোড়ানো। বিগত বছর ধরে কেন্দ্রীয় তদন্দকারী দল গুলি একে একে নানান দূর্নীতির ওপর থেকে পর্দা সরিয়ে রাজ্যের বেশ কিছু প্রভাবশালী মন্ত্রী নেতা থেকে শুরু করে সরকারী আমলাদের ও গ্রেফতার করেছে।। কদিন আগেই রাজ্যের বর্তমান বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কে ইডি গ্রেফতার করে, এবার এরই মধ্যে আজ রাসায়নিক সারের দোকানে হঠাৎই পরিদর্শনে আসেন রাজ্যের জেলা উপ কৃষি অধিকর্তা ও তার টিম।
কালিয়াগঞ্জ ব্লকের তিনটি রাসায়নিক সারের দোকানে পরিদর্শন করলেন উত্তর দিনাজপুর জেলা কৃষি দফতর উপ কৃষি অধিকর্তা ড: সফিকুল আলম কালিয়াগঞ্জ ব্লক কৃষি দফতরের আধিকারিকদের সাথে নিয়ে।সামনেই রবী ফসলের মরসুম সেই সময় চাষিদের প্রচুর পরিমানে সারের প্রয়জন।যাতে সেই সময় কালোবাজারি না হয় এবং কৃষকেরা সঠিক দরে সার কিনতে পারে সেই কারণে তৎপর কৃষি দফতর।সোমবার কালিয়াগঞ্জ ব্লকের খোনারহাট,শেরগ্রাম ও ভান্ডার এলাকার মোট তিনটি সারের দোকান পরিদর্শন করেন জেলা উপ কৃষি অধিকর্তা ড: সফিকুল আলম।
জেলা উপ কৃষি অধিকর্তা ড: সফিকুল আলম বলেন সামনে রবী ফষলের মরসুম। রাসায়নিক সার ও কীটনাশক ন্যায্য মূল্যে পায় এবং সঠিক ওজনে বিক্রি করেন দোকান মালিকরা ও গ্রাহকরা রাসায়নিক সার কিনতে পারে সেই কারণে সেই কারণে এই পরির্শন।