হাওড়া সাঁকরাইল থানার উদ্যোগে ফিরে পাওয়া অনুষ্ঠান হল অর্থাৎ যে সকল ব্যক্তিদের ফোন হারিয়ে গিয়েছিল এবং যারা ডায়েরী করেছিলেন তাদের ফোন ফিরিয়ে দেয়া হলো প্রায় ১০৫ টা ফোন ফিরিয়ে দেয়া হলো ফোন প্রাপকদের হাতে এমনি জানালেন এডিসিপি দুর্বার ব্যানার্জি।
সাঁকরাইল থানায় আইসি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় এর তত্ত্বাবধানে হলো হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া অনুষ্ঠানটি। উপস্থিত ছিলেন মানিকপুর তদন্ত কেন্দ্রের ওসি, নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রের ওসি এবং ধুলাগর তদন্ত কেন্দ্র ওসি। পুজোর সময় হারিয়ে যাওয়া ফোন ফিরে পেয়ে সবাই আপ্লুত এবং সবাই এক বাক্যে প্রশাসনকে ধন্যবাদ জানালেন এবং সাধারন মানুষকে ফোন হারিয়ে গেলে স্থানীয় থানায় গিয়ে ডায়েরি করার জন্য অনুরোধ করলেন।