Home » হাত বান্ধিবি,পা বান্ধিবি… মন বান্ধিবি কেমনে ?

হাত বান্ধিবি,পা বান্ধিবি… মন বান্ধিবি কেমনে ?

স্বর্ণালী পাত্র, কলকাতা : গত কয়েকদিন ধরে একটি ভিডিও নেট পাড়ায় সকলের চোখে জল আর মনে আশার আলো জাগিয়েছে। এক বৃদ্ধা হাসপাতালের বেডে বসে আছেন। ভাবছেন তো এতে এত অবাক হওয়ার কি আছে? আছে…. বৃদ্ধাটির দুই হাতে চ্যানেল করা, নাক দিয়ে ঢোকানো রয়েছে নল অর্থাৎ ফুড পাইপ। এহেন অবস্থাতে গায়ের জোর কমে গেলেও মনের জোর কমেনি। তিনি দুই হাত নাড়িয়ে ,ক্লান্ত মুখে হাসি নিয়ে নাচার ভঙ্গিমা করছেন। তার সেই ভিডিও করেছেন স্বয়ং বৃদ্ধার চিকিৎসারত ডাক্তার।

হাত বান্ধিবি,পা বান্ধিবি… মন বান্ধিবি কেমনে ?


ইদানিং কালে যুব সমাজ অল্পতেই হাপিয়ে ওঠে,মনে হয় বেচেঁ থাকাটাই দুষ্কর হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে শুনতে পাওয়া যায় এমন কিছু কথা “জীবন্ত লাশ হয়ে আছি”,”বেঁচে থাকতে হয় তাই কোনো মতে বেঁচে আছি”। অনেকেরই অনেক কম বয়সে মনে হয় জীবন যুদ্ধে টিকে থাকা বড়ই কঠিন। সেখানে জীবনের প্রায় অর্ধেকের বেশি পথ অতিক্রম করে আসা এই বৃদ্ধার অসীম মনের জোর দেখে সকলেই তাজ্জব। তার ইচ্ছেশক্তির কাছে হার মেনেছে শরীরের সমস্ত যন্ত্রণা।

https://www.facebook.com/reel/220359377361698?mibextid=6AJuK9&s=chYV2B&fs=e

বৃদ্ধার নাম কিংবা বয়স জানা না গেলেও এই ভিডিওটি পৌঁছে গেছে সকলের মুঠো ফোনে। ভিডিওটি সকলের ঠোঁটের কোনায় একটা স্বস্তির হাসি এনে দিয়েছে। অনেকেরই হয়তো চোখের পাতা হালকা ভিজেছে। সকলে ওনার সুস্থতা কামনা করেছেন। অনেকেই তাদের পৃথিবী ছেড়ে চলে যাওয়া বাবা – মাকে স্মরণ করেছেন এই ভিডিও দেখে। এমনকি এই ভিডিওটি পৌঁছে গেছে এই বৃদ্ধার ছোট মেয়ের কাছে যিনি থাকেন জলপাইগুড়িতে। তিনি ভিডিওটিতে কমেন্ট করে জানান, ” আমার মা এইরকমই এনার্জিটিক, খুব মিশুকে খুবই ভালো মানুষ।” শুধু তাই নয় বৃদ্ধার সাথে সাথে অনেকেই ডাক্তারকেও সাধুবাদ জানায় যিনি ভিডিওটি করেছেন। একজন ডাক্তার হয়ে তিনি শুধু শরীর নয় মনের সুস্থতার ওপরও যে নজর রাখেন তা এই ভিডিও দেখে প্রমাণিত হয়।

হাত বান্ধিবি,পা বান্ধিবি… মন বান্ধিবি কেমনে ?

আমরা একটা কথা অনেক সময় বলে থাকি “জীবনযুদ্ধ”। আচ্ছা একবার ভেবে দেখুন তো,জীবন কি শুধুই যুদ্ধক্ষেত্র? জীবন তো উপভোগ করারও জিনিস।”জিন্দেগি না মিলেগি দোবারা” তাই নিজেদের জীবনের ওঠা নামার মধ্যে দিয়ে সমস্যা গুলোকে আপন করে নিলেই জীবন সুন্দর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!