পর্ণা চ্যাটার্জী, কলকাতাঃ হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা এখন তুঙ্গে। হোয়াটসঅ্যাপ ছাড়া অচল মানুষ। কাজকর্ম থেকে শুরু করে পড়াশোনা সবই চলে এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য মাঝেই মধ্যেই নতুন ফিচার লঞ্চ করে জুকারবার্গের সংস্থা। নতুন নতুন সুবিধা পান ব্যবহারকারীরা। এখনও অনেক পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে সংস্থা। সব ঠিকঠাক থাকলে খুব তাড়াতাড়ি এই সব ফিচারের সুবিধা উপভোগ করতে পারবেন মানুষ। আসুন জেনে নেওয়া যাক সেই সমস্ত সুবিধার কথা।
WABetalnfo-র একটি রিপোর্ট অনুসারে হোয়াটসঅ্যাপে এখন থেকে নিজেদের অ্যাকাউন্টের জন্য ‘ইউজার নেম’ ব্যবহার করতে পারবে মানুষ। মানুষ চাইলে শুধু তাদের ইউজার নেম তাই দেখবে বাকিরা। চাইলে নিজেদের ফোন নম্বর ও অন্যদের থেকে লুকিয়ে রাখতে পারবে। নিজে না চাইলে তার আসল নাম ফোন নম্বর অন্য কেউ দেখতেই পারবে না। এমনই একরকম পরিকল্পনা করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
এছাড়াও হোয়াটসঅ্যাপে নতুন সংযোজন হতে পারে স্ক্রিন শেয়ার। গুগল মিট বা জুম এর মত এখন থেকে হোয়াটসঅ্যাপেও স্ক্রিন শেয়ার করা যাবে ভিডিও কল চলাকালীন। যখন খুশি তা বন্ধও করে দেওয়া যাবে। যার ফলে এখন থেকে অনেক জ্রুরি কাজ বা মিটিং করাও সম্ভব হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে।
আপাতত খুব তাড়াতাড়ি এই ফিচার গুলি যোগ হবে হোয়াটসঅ্যাপে। এছাড়া স্টেটাস আর্কাইভ, মেসেজ ড্রাফট –এর মত ফিচারগুলি নিয়েও কাজ চলছে বলে জানা যাচ্ছে। তবে সেগুলি কবে লঞ্চ হতে পারে তাই নিয়ে এখনও বিশেষ কিছু জানা যায়নি।