রাজ্য সরকারের জনমুখী পরিকল্পনার মধ্যে অন্যতম ১০০ দিনের কাজ সেই ১০০ দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকা আদায়ের দাবিতে রাজ্য সরকারের ঘোষিত কর্মসূচি অনুযায়ী সাংবাদিক সম্মেলন এবং চা চক্রের আয়োজন করলো কোতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেস । এই সাংবাদিক সম্মেলন এবং এবং চা চক্রে সাংবাদিকদের সাথে বৈঠক করেন কোতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ কুমার নন্দীগ্রামী বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভানেত্রী সঙ্গীতা মালিক বঙ্গ জননীর সাংগঠনিক জেলার সভানেত্রী রাখি গড়াই সহ কোতুলপুর ব্লকের বিভিন্ন অঞ্চল সভাপতি বুথ সভাপতি সহ তৃণমূলের নেতৃত্ব । দাবি আদায়ের জন্য মিডিয়া বন্ধুদের সাথে নিয়ে আন্দোলনে নামলেন কোতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেস । কোতুলপুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বলেন আগামী দিন যদি এই টাকা কেন্দ্র না দেয় তাহলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন এবং রাজ্য যে নির্দেশ দেবেন সেই মোতাবেক তারা কাজ চালিয়ে যাবেন। তিনি আরো বলেন সারা বছর ই তৃণমূল কংগ্রেস মানুষের সাথে থেকে কাজ করে চলেন তাই তারা নির্বাচনে জয় লাভ নিয়ে তারা ১০০ শতাংশ নিশ্চিত । আগামী নির্বাচনে জয় লাভ করবে এটাই আশাবাদী কোতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেস। বাঁকুড়া কোতুলপুর থেকে দেবজিৎ দত্ত

Mimi Chakraborty stuns as SP Sanjukta Mitra in Raktabeej 2. Discover her powerful return in the 2025 thriller sequel directed by Nandita Roy and Shiboprosad.