নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও টি । ভিডিও টি তে দেখা জাচ্ছে – একজন বাইক আরোহী বাইক নিয়ে স্বাভাবিক ভাবে যাচ্ছেন এবং ওনার মাথার হেলমেটে লাগানো ”গো প্রও” ক্যামেরা তে দেখা জাচ্ছে বাইক আরোহীর সামনে আরও একটি স্কুটার আগে আগে যাচ্ছে যেটি একজন পুরুষ চালাচ্ছেন এবং পিছনে একজন মহিলা বসে আছেন। কিছু দূর যেতেই স্কুটার থেকে ওনারা নিজেরাই রাস্তায় পড়ে যান এবং তার পর মহিলা আরোহী টি ঊঠে এসেই বাইক আরোহী কে দোষারোপ কোরতে শুরু করেন, তিনি বলতে থাকেন কেন এই ভাবে তাদের ধাক্কা মাড়া হল ইত্যাদি। সাথে সাথেই বাইক আরোহী মহিলা টিকে বোলেন ওনার হেলমেটে লাগানো ক্যামেরা তে ভিডিও রেকর্ডিং প্রমাণ আছে যে উনি ধাক্কা মারেননি, বরং ওনারা নিজেই কোন কারণে স্কুটার নিয়ে চলন্ত অবস্থায় পড়ে গেছেন। যদি ওই বাইক আরোহী সেদিন তার হেলমেটে ক্যামেরা না ব্যাবহার করতেন তাহলে এই স্কুটার থেকে পড়ে যাওয়া মহিলা হয়তো চীৎকার চেঁচামিচি করে লোক জড় করে বাইক আরোহীর ওপর আইনত মামলা বা হেনস্তা কোরতে বিন্দু মাত্র পিছু পা হতেন না। রইলো সেই ভিডিওর লিঙ্ক
News India Press is West Bengal's dedicated online news portal which offers the various genre of news, mainly news on India