Home » প্রজ্ঞাদীপ সম্মান ২০২৩

প্রজ্ঞাদীপ সম্মান ২০২৩

প্রজ্ঞাদীপ সম্মান ২০২৩

বাঙালির বারো মাসের তেরো পার্বণের অন‍্যতম হল কালীপুজো। শোনা যায় কালী থেকেই শহরের নাম কলিকাতা এবং পরে কলকাতা হয়েছে। মন ভার করা বিজয়ার পর থেকেই আপামোর বাঙালি অপেক্ষা করে এই আলোর উৎসব কালীপুজোর। 

দ্বীপান্বিতার আলোয় সেজে ওঠে গলি থেকে রাজপথ। মুছে দেওয়া হয় অন্ধকার কে। পাপের বিনাশ করে জগতে সুখ সমৃদ্ধির আলোয় ভরিয়ে দিতেই এই আয়োজন। আর এই আলোর উৎসবের আয়োজক দের আরো উৎসাহ দিতেই দ‍্যা ইন্ডিয়ান ক্রনিকেলসের আয়োজন “প্রজ্ঞাদীপ সম্মান ২০২৩”।

এ বছর আমরা কলকাতার পাশাপাশি হাওড়া শহরের কালিপুজো কমিটি গুলিকেও সম্মানিত করবো। আর যারা অন‍্য জেলা থেকে অংশগ্রহণ করবেন তাদের জন‍্য অনলাইন ব‍্যাবস্থা।

নিয়মাবলী
—————-
1. ফর্মে পুজো কমিটির নাম ঠিকানার সাথে গুগল ম‍্যাপেও থাকতে হবে। সাথে দুজন সক্রিয় সদস‍্যের ফোন নম্বর।

2.  বিচারপর্বের সময় সদস‍্যদের আচার ব‍্যাবহারের প্রতি বিচারকদের বিশেষ নজর থাকবে।

3. মন্ডপের কাছে আকর্ষণীয় জায়গায় প্রজ্ঞাদীপ সম্মানের দুটি ব‍্যানার লাগাতে হবে যা বিচারকরা দেখবেন।

4. প্রজ্ঞাদীপ সম্মানের ব‍্যানার আমরা আপনাদের কমিটির ইমেলে পাঠাবো যা আপনাদের প্রিন্ট করে মন্ডপের নিকটে লাগাতে হবে

PLEASE WAIT FOR 1MIN

You Will Be Redirected in 60 Seconds

IF YOU HAVE ANY PROBLEM CALL OR WHATSAPP US @ 7603043747

Click to Go Up
error: Content is protected !!