শোভন মল্লিক,কলকাতা: এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে কালীঘাট মন্দির সংস্করণের দায়িত্ব নিল রিলাইন্স। কলকাতা পুরসভার হাতে মন্দির সংস্করণের কাজ দেওয়া হয়েছিল চার বছর আগে । কিন্তু গত চার বছর ধরে আটকে রয়েছে মন্দিরের কাজ । কলকাতা পুরসভার দাবি, বিভিন্ন কারণে মন্দিরের কাজ এখনো সম্পন্ন হয়নি।
সেই কারণেই মন্দির সংস্করণের দায়িত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিল রিলাইন্সের হাতে। তারাই এবার যত্ন সহকারে মন দিয়ে কাজ সম্পন্ন করবে।তবে স্কাই ওয়াক বানানোর দায়িত্ব যেমন পুরসভার হাতে ছিল তেমনই থাকবে বলে খবর। 2019 সালের মন্দির সংস্করণের দায়িত্ব দেওয়া হয়েছিল কলকাতা পৌরসভাকে। এমনকি তারা দাবি করেছিল ১৮ মাসের মধ্যে মন্দির সংস্কারের কাজ সম্পন্ন হবে। কিন্তু এখনো তা শুরুই হতে পারেনি।
কলকাতা পুরসভার দাবি করোনা কালের সময় তারা লকডাউন এর কারণে বাধাপ্রাপ্ত হয়েছে। পরবর্তীকালে সেখানকার স্থানীয় দোকানদারদের সরাতে গিয়েও হতে হয়েছে নানার সমস্যার সম্মুখিনী। এছাড়াও নানান সমস্যা তো রয়েছে মন্দিরের আশেপাশে। ভক্তের সমাগম লেগেই থাকে এই মন্দিরে। এত কিছু উপেক্ষা করে কাজ চালু করা তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি, বলেই দাবি করেছে কলকাতা পৌরসভা।