পর্ণা চ্যাটার্জী,কলকাতা: বর্তমান যুগ ডিজিটাল ইন্ডিয়ার যুগ। এখানে দাঁড়িয়ে সবকিছুই হয় অনলাইনের মাধ্যমে। মানুষের মুঠোফোন নেই আজ সমস্ত কাজ ছাড়া হয় দেশে। তেমনি এক উদ্যোগ কলকাতা পুলিশের
বন্ধু অ্যাপের কথা সবাই জানে। ২০১৭ সালে তৈরি হওয়া এই অ্যাপের মাধ্যমে কলকাতা পুলিশের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যায়, যে কোনো রকম অভিযোগ দায়ের করাও সম্ভব এই অ্যাপের মাধ্যমে।
বন্ধু কলকাতা পুলিশ সিটিজেন অ্যাপ পুরো নাম হলেও বন্ধু অ্যাপ নামেই লোকে চেনে এই অ্যাপটিকে। অবশ্য লকডাউনের আগে এই অ্যাপের ব্যাপারে মানুষ খুব একটা অবগত ছিলেন না। লকডাউনে যখন থানায় গিয়ে কোন অভিযোগ দায়ের করা সম্ভব হচ্ছিল না তখন এই অ্যাপ খুব কাজে দিয়েছে মানুষের। সেই অ্যাপে এখন আসতে চলেছে নতুন সংযোজন।
আজকে সকালে কলকাতা পুলিশের নিজস্ব ফেসবুক পেজে এই সংযোজন এর কথা ঘোষণা করে কলকাতা পুলিশ। জানানো হয় এই অ্যাপের মাধ্যমে এখন থেকে কোন হারিয়ে যাওয়া জিনিসের রিপোর্ট করা যাবে অনলাইনে।
রিপোর্ট মিসিং আর্টিকেল নামে এই অপশনটি সংযোজিত হয়েছে কলকাতা পুলিশের বন্ধু অ্যাপে। যে কোন জিনিস হারিয়ে গেলে সেই জিনিসের তদন্ত করার জন্য রিপোর্ট দায়ের করা যাবে অনলাইনের মাধ্যমে। সরাসরি থানায় যাওয়ার প্রয়োজন হবে না। এমনকি ডায়েরির একটি কপিও সেখান থেকে ডাউনলোড করে নেওয়া যাবে। পুলিশ তরফ থেকে আরও জানানো হয়েছে এই অ্যাপ কাজ করবে আইফোনেও।
রাস্তাঘাটে অনেক সময় চুরি ছিনতাই বা পকেটমারি হয়ে গেলে মানুষকে যথেষ্ট বিরম্বনায় পড়তে হয়। তারপরে তা খোঁজার জন্য থানায় দৌড়াদৌড়ি তো আছেই। সেখান থেকে কিছুটা মুক্ত হতে পারবে মানুষ এই অ্যাপের মাধ্যমে এমনই আশা করছে কলকাতা পুলিশ।