পর্ণা চ্যাটার্জী, কলকাতাঃ আগামী ১৬ এবং ১৭ই জুন কলকাতায় সাউথ এশিয়ান ইষ্টিটিউট ফর অ্যাডভানস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (SAIARD) এর নদী বিষয়ক বিভাগ (The centre for River Affairs) এর উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক ডেল্টা সম্মেলন ২০২৩(International Delta Summit 2023)।
আন্তর্জাতিক ডেল্টা সম্মেলন ২০২৩ একটি অগ্রণী উদ্যোগ যার লক্ষ সারা পৃথিবী থেকে বিখ্যাত সব মানুষ যেমন- বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, গবেষক, শিল্পপতিদের একত্রিত করা নদী এবং বদ্বীপের টেকসই ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ও সুযোগগুলি মোকাবিলা করার জন্য। ‘’Preserving Deltas for Future Generation’’ থিমের ওপর ভিত্তি করে এই দুদিনের সম্মেলনে বদ্বীপ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন, জলসম্পদ এবং এই বাস্তুতন্ত্রের মধ্যে বসবাসকারী সম্প্রদায়ের মঙ্গল সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
নদীর বদ্বীপ উর্বর জমি প্রদানে, উপকূলীয় ক্ষয়রোধ এবং বিভিন্ন বাস্তুতন্ত্র টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। জলবায়ু পরিবর্তন, দূষণ, নগরায়ন এবং পরিবেশের সম্পদ শোষণের জন্য পরিবেশ এক ভয়াবহ হুমকির সম্মুখীন হয়েছে। আন্তর্জাতিক ডেল্টা সম্মেলন ২০২৩ এর লক্ষ হল এই সমস্যাগুলি নিয়ে বিশেষজ্ঞ এবং স্টেকহোল্ডারদের মধ্যে জ্ঞান ও মতামত বিনিময়।
আন্তর্জাতিক ডেল্টা সম্মেলন ২০২৩-এ বদ্বীপ সংরক্ষণের সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত মাত্রার ওপর চোখ রেখে একাধিক ইন্টার অ্যাক্তিভ সেশন অন্তর্ভুক্ত করা হবে। এই সেশনগুলি স্থানীয় সম্প্রদায়কে জড়িত, অংশীদারিত্বে উৎসাহিত এবং আদিবাসী সম্প্রদায়ের জ্ঞানকে একীভূত করার গুরুত্ব তুলে ধরবে।
কলকাতা ভারতের প্রানবন্ত শহর, যা এই আন্তর্জাতিক সমাবেশের আদর্শ জায়গা। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা শুধু মাত্র জ্ঞানলাভ করবে তাই নয় আতিথেয়তার আপ্যায়নও পাবে। তাই আন্তর্জাতিক ডেল্টা সম্মেলন ২০২৩ এ সকলে অংশগ্রহণ করুন এই আশাই রাখছে অনুষ্ঠান কর্তৃপক্ষ।