তোলাবাজির অভিযোগে FIR দায়ের হল দেশের অর্থমন্ত্রীর বিরুদ্ধে।
অম্বিকা কুন্ডু(কলকাতা), নয়া দিল্লিতলাবাজির অভিযোগে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধে FIR দায়ের করার নির্দেশ দিলেন সুপ্রিম কোর্ট ।সুপ্রিম কোর্ট যে নির্বাচনী বন্ডকে অসংবিধানিক ঘোষণা করেছে, সেই নির্বাচনী বন্ডের মাধ্যমে নির্মলা জোরপূর্বক চাঁদা আদায় করেছেন বলে অভিযোগ। আর সেই অভিযোগের ভিত্তিতেই FIR দায়েরের নির্দেশ এসেছে।‘জনাধিকার সংঘর্ষ সংগঠনে’র আদর্শ নির্মলা সীতারাম আইয়ারের সঙ্গে যুক্ত রয়েছে আরও কয়েকজন…