শুনে ছিলাম চার্জে ফোন দিলে বাস্ট হয় বা আগুন ধরে, শান্তিপুর গ্রামের বাসিন্দা কার্তিক দাসের পকেটে ফোন থাকে অবস্থায় হঠাৎই আগুন ধরে যায় পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর গ্রামে যুবক কার্তিক দাসের প্যান্টের পকেটে ফোন থাকা অবস্থায় হঠাতই ফোনে আগুন ধরে যায় আর ফলে যুবক গুরুতর আহত। বেসরকারি হাসপাতলে চিকিৎসাধীন। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুর গ্রাম জুড়ে।

সম্পাদকীয়
আজকের রাশিফল | ২রা জুলাই ২০২৫: জেনে নিন কেমন যাবে আপনার দিনপ্রেম, কাজ, স্বাস্থ্য ও অর্থের রাশিচক্র বিশ্লেষণ
আজকের দিনটা আপনার জন্য কেমন? ২রা জুলাই ২০২৫-এর প্রেম, কর্মক্ষেত্র, স্বাস্থ্য ও অর্থ নিয়ে রাশিফল জানুন এক ক্লিকে।