শনিবার হঠাৎ ই বুকে ব্যাথা অনুভব করেন বাঙলার অন্যতম পরিচালক ও অভিনেতা কমলেশ্বর মুখোপাধ্যায়। অনতি বিলম্বে তাঁকে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হৃদরোগে আক্রান্ত কমলেশ্বর মুখোপাধ্যায়ের দ্রুত এঞ্জিওগ্রাফি করানো হয় এবং তার পরেই তার বুকে আরও একটি স্টেন বসানো হয়। ২০১৩ সালে তার বুকে প্রথম স্টেন বসেছিল কিন্তু তারপর থেকে কোন অসুবিধাই হয়নি। সুত্রের খবর অনুযায়ী এখন কমলেশ্বর বাবুর অবস্থা স্থিতিশীল।
কমলেশ্বর মুখোপাধ্যায় ইতিমধ্যেয়ই আমাদের বেশ কিছু দারুন চলচিত্র উপহার দিয়েছেন যেমন – উড়োচিঠি, মেঘে ঢাকা তারা, চাঁদের পাহাড়, ক্ষত, ককপিট ও আমাজন অভিজান।
এই মুহূর্তে কমলেশ্বর মুখোপাধ্যায় ব্যাস্ত ছিলেন রবিন্সন স্ট্রীটে ঘটে যাওয়া ঘোটনার ওপর ভিত্তি করে একটি ডকু ফিচার নিয়ে। তবে চিকিৎসকরা তাঁকে কিছুদিন বিশ্রামে থাকতে বলেছেন।