Advertise your brand here -Contact 7603043747 (Call & Whatsapp)

বন্ধন ব্যাঙ্ক এর গ্রাহক সংখ্যা অতিক্রম করল ৩ কোটির মাইলফলক31 মার্চ, 2023-তারিখে ব্যাঙ্কের মোট ব্যবসার পরিমাণ 2.17 লক্ষ কোটি

Table of Contents

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share Our Blog :

Facebook
WhatsApp

• গত অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের তুলনায় চলতি আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকে প্রদত্ত ঋণের পরিমান 10 শতাংশ বেড়ে হয়েছে 1.09 লক্ষ কোটি টাকা
• গত অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের তুলনায় চলতি আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকে মোট আমানতের পরিমান 12 শতাংশ বেড়ে হয়েছে 1.08 লক্ষ কোটি টাকা
• গৃহঋণ ছাড়া রিটেল লোন বুক 233 শতাংশ বৃদ্ধি পেয়েছে
• কাসা (কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট) অনুপাত রয়েছে 39.3 শতাংশে
• মোট আমানত-এর মধ্যে রিটেল ব্যবসার পরিমাণ 71 শতাংশ

কলকাতা, 19 মে, 2023: বন্ধন ব্যাঙ্ক বর্তমান 2022-23 অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের আর্থিক ফলাফল আজ ঘোষণা করল। বর্তমানে ব্যাঙ্কের গ্রাহক সংখ্যা তিন কোটির বেশি। মাত্র সাড়ে সাত বছরের কার্যকালে ব্যাঙ্কের মোট ব্যবসার পরিমান বৃদ্ধি পেয়ে 2.17 লক্ষ কোটি টাকার বেশি হয়েছে। অনুকূল কাজের পরিবেশের উন্নতির সাথে এবং ডিস্ট্রিবিউশনে উন্নতির মাধ্যমে ব্যাঙ্ক এই ত্রৈমাসিকে তার প্রভূত ব্যবসায়িক উন্নতির ধারা অব্যাহত রাখতে পেরেছে।

বন্ধন ব্যাঙ্ক এর গ্রাহক সংখ্যা অতিক্রম করল ৩ কোটির মাইলফলক
31 মার্চ, 2023-তারিখে ব্যাঙ্কের মোট ব্যবসার পরিমাণ 2.17 লক্ষ কোটি

2023 সালের 31 মার্চ তারিখে বন্ধন ব্যাঙ্কের মোট ব্যবসা ( আমানত এবং ঋণ ) এর পরিমান গত আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকের তুলনায় চলতি আর্থিক বছরের সমকালে 11 শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে 2.17 লক্ষ কোটি টাকা। ভারতবর্ষের 36টির মধ্যে 34টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে থাকা মোট 6,000 টি ব্যাঙ্কিং আউটলেটের মাধ্যমে তিন কোটির বেশি গ্রাহককে পরিষেবা দেয় বন্ধন ব্যাঙ্ক। বন্ধন ব্যাঙ্কে কর্মরত বর্তমান কর্মীসংখ্যা 70,000 এর কাছাকাছি।

বন্ধন ব্যাঙ্ক এর গ্রাহক সংখ্যা অতিক্রম করল ৩ কোটির মাইলফলক
31 মার্চ, 2023-তারিখে ব্যাঙ্কের মোট ব্যবসার পরিমাণ 2.17 লক্ষ কোটি

FY23 এর শেষ ত্রৈমাসিকে ব্যাঙ্কের মোট আমানত গত অর্থবর্ষের সমকালের তুলনায় 12 শতাংশ বৃদ্ধি পেয়েছে। মোট আমানতের পরিমান বর্তমানে 1.08 লক্ষ কোটি টাকা । ব্যাঙ্কের মোট আমানতের মধ্যে কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট (কাসা) অনুপাত বর্তমানে 39.3 শতাংশ। গত অর্থবর্ষের সমকালের তুলনায় গ্রাহকদের প্রদত্ত ঋণের পরিমান 10 শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে মোট প্রদত্ত ঋণের পরিমান 1.09 লক্ষ কোটি টাকা।

বন্ধন ব্যাঙ্ক এর গ্রাহক সংখ্যা অতিক্রম করল ৩ কোটির মাইলফলক
31 মার্চ, 2023-তারিখে ব্যাঙ্কের মোট ব্যবসার পরিমাণ 2.17 লক্ষ কোটি

ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও (সিএআর) যা কোনও ব্যাঙ্কের সুস্থিরতা প্রতিফলিত করে । বন্ধন ব্যাঙ্কের ক্ষেত্রে সিএআর এখন 19.8 % শতাংশ, যা নিয়ন্ত্রক নির্ধারিত প্রয়োজনীয় মাত্রার তুলনায় অনেকটাই বেশি।

ব্যাঙ্ক পূর্ব ও উত্তর পূর্বের মূল ব্যবসায়িক ক্ষেত্রের বাইরে তার উপস্থিতি প্রসারিত করে চলেছে। বন্ধন ব্যাঙ্ক এসএমই লোন, গোল্ড লোন,পার্সোনাল লোন এবং গাড়ির লোনের মতো ক্ষেত্রে নিজের পোর্টফোলিও বিস্তার করে চলেছে। কমার্শিয়াল ভেহিকেল লেন্ডিং এবং ব্যবসার জন্য লোন এগেইনস্ট প্রোপার্টি এর মতো নতুন নতুন ক্ষেত্রেও ব্যাঙ্ক ব্যবসা সম্প্রসারণ করছে।

ব্যাঙ্কের আর্থিক ফলাফল প্রসঙ্গে বন্ধন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও শ্রী চন্দ্রশেখর ঘোষ বলেন, “গত অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের তুলনায় এই চতুর্থ ত্রৈমাসিকে প্রভূত ব্যবসায়িক উন্নতি হয়েছে। আমরা আমাদের ক্ষমতা প্রসারণের মাধ্যমে ব্যবসাক্ষেত্রে আরও ভালো প্রভাব বিস্তারের চেষ্টা করছি। আমাদের নতুন ব্যবসা গুলি , যেমন – কমার্শিয়াল ভেহিকেল লেন্ডিং, ব্যবসার জন্য লোন এগেইনস্ট প্রপার্টি, গভর্নমেন্ট বিজনেস অপারেশনস পরবর্তী ত্রৈমাসিকগুলিতে ব্যবসাতে অবদান রাখবে। আমরা সৌভাগ্যবান যে আমরা তিন কোটির বেশি ভারতবাসীর বিশ্বাস অর্জন করতে পেরেছি এবং আমরা তাঁদের স্বপ্ন পূরণের যাত্রায় অংশীদার হতে সদা সচেষ্ট থাকবো।”

More Related Articles

দেশ ও দুনিয়া

সুপ্রিম কোর্টের বিচারপতি হলেন জয়মাল্য বাগচী, ভবিষ্যতে হতে পারেন প্রধান বিচারপতি

কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদনের পর কেন্দ্রীয় আইন মন্ত্রক এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাঁর এই নিয়োগের ফলে দেশের শীর্ষ আদালতে বাঙালি বিচারপতির সংখ্যা বেড়ে দুই হলো। বর্তমানে বিচারপতি দীপঙ্কর দত্তও সুপ্রিম কোর্টের দায়িত্ব পালন করছেন।

Read More »
রাজ‍্য ও রাজনীতি

শুভেন্দুর গড়ে ধাক্কা ! হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল তৃণমূলে যোগ দিচ্ছেন ?

পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলকে ঘিরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। সূত্র অনুযায়ী, তিনি খুব শীঘ্রই তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন। যদি এই ঘটনা সত্যি হয়, তবে এটি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জন্য বড় ধাক্কা হতে পারে।

Read More »
বিনোদন জগত

অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন অভিনীত ‘নারী চরিত্র বেজায় জটিল’-এর অফিসিয়াল পোস্টার প্রকাশিত

অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স রোমান্টিক-কমেডি পারিবারিক বিনোদনমূলক সিনেমা ‘নারী চরিত্র বেজায় জটিল’ নিয়ে আসছে

Read More »
বিনোদন জগত

Zee Bangla নিয়ে আসছে ‘Dance Bangla Dance’-এর মহা প্রত্যাবর্তন, বাংলার সবচেয়ে বড় নৃত্য রিয়েলিটি শো

বাংলার অন্যতম জনপ্রিয় বিনোদন চ্যানেল Zee Bangla আবারও নিয়ে আসছে বাংলার সবচেয়ে বড় নৃত্য রিয়েলিটি শো ‘Dance Bangla Dance’-এর মহা প্রত্যাবর্তন। আগামী ৮ মার্চ ২০২৫ থেকে শুরু হতে চলেছে এই জনপ্রিয় নৃত্য প্রতিযোগিতার নতুন সিজন।

Read More »
error: Content is protected !!