অম্বিকা কুন্ডু, কলকাতা
আজ থেকে প্রায় চার বছর আগে একটি ছবির নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু নাম ঘোষণার বছর চারেকের মধ্যে আর কোন খবর ছিল না এই ছবির। নাম ঘোষণার ঠিক বছর চারেক পর শুরু হতে চলেছে ছবিটির শুটিং। ছবিটির নাম ‘রঘু ডাকাত’।
প্রযোজনা সংস্থা থেকে জানানো হয়েছিল ছবির নাম অনুযায়ী সেই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা দেব ওরফে দীপক অধিকার কে। শুটিংয়ের কোন রূপ খবর না পাওয়ায় অনেকেই ভেবে নিয়েছিলেন হয়তো ছবিটি আর আসবেনা। কিন্তু পুজোর আগেই সুখবর এল খুব শীঘ্রই শুরু হতে চলেছে ‘রঘু ডাকাত’ এর শুটিং।
২০২১ সালের কালীপুজোর আগেই ‘রঘু ডাকাত’ ছবির ডাকাত রুপে দেবের সামান্য ঝলক ও প্রকাশ্যে এনেছিলেন প্রযোজনা সংস্থা। সোশ্যাল মিডিয়াতে দেব তার ‘রঘু ডাকাত’ ছবির ফার্স্ট লুক শেয়ার করে লিখেছিলেন ‘আজ এই নিশি অমাবস্যায় শক্তি আরাধনার এই পুণ্য লগ্নে এক অজানা কাহিনীর উন্মোচন – নীল বিদ্রোহে সামিল হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা রঘু ডাকাত’।
যোগেন্দ্র নাথ গুপ্তের লেখা রঘু ডাকাতের রোমাঞ্চকর গল্পের কথা সকলেই জানেন। রঘু ডাকাত ছিলেন খুব দাপুটে এবং ভয়ংকর একজন ডাকাত, যার দাপটের কারণে ইংরেজদেরও বুক কেঁপে উঠতো। রঘু ডাকাত ইংরেজদের প্রতি বিদ্রোহ করার কারণে বাংলার লোককথায় স্থান পেয়েছে তার নাম।
এই দাপুটা রঘু ডাকাত কিন্তু সাধারণ মানুষের কাছে কোন ডাকাত ছিলেন না ছিলেন রবিনহুড।
রঘু ডাকাতের চরিত্রটি ঠিক এইরকম পুনে ধনীদের কাছ থেকে ধন-সম্পদ ডাকাতি করে এনে সেই লুণ্ঠিত ধনসম্পদ দিয়ে সেবা করতেন বহু সাধারণ মানুষের। এই ছবিটি নিয়ে পরিচালক যুব বন্দ্যোপাধ্যায় বলেছেন ” ‘রঘু ডাকাত’-এর থেকে বড় মাস ছবি আর কী হতে পারে! সেই জন্যেই তো ছবিটার প্রস্তুতিতে এতটা সময় নিচ্ছি আমরা।”
গুঞ্জন উঠেছে চিত্রনাট্যের কাজ প্রায় শেষে করে ফেলেছেন পরিচালক যুব বন্দ্যোপাধ্যায় এখন চলছে লোকেশন রেকির কাজ। ইতিমধ্যে দেবের সঙ্গে নাকি তার শুটিং শুরু করার তারিখ নিয়েও আলোচনা হয়ে গিয়েছে। মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলের ছবির কিছু দৃশ্যের শুটিং হওয়ার কথা রয়েছে। প্রযোজনা সংস্থা থেকে শুরু করে পরিচালক কেউই এই ছবির শুটিং নিয়ে কিছু আলোচনা করছেন না বা করতে চান না।
ইতিমধ্যেই অভিনেতাদের তার টেক্কা ছবির প্রচার নিয়ে ব্যস্ত থাকার পাশাপাশি তার খাদান ছবির ও শুটিং করছেন। আসানসোলে চলছে খাদান ছবির শুটিং। তাহলে কবে থেকে শুরু হচ্ছে ‘রঘু ডাকাত’ ছবির শুটিং?