রোদ জল বৃষ্টিকে উপেক্ষা করে সংবাদ সংগ্রহের কাজে যারা প্রতিনিয়ত ব্যস্ত থাকে, তাদের উদ্যোগে অনুষ্ঠিত হলো বারুইপুর রবীন্দ্রভবনে জাগরী পত্রিকা প্রকাশ, গুনিজন সম্বর্ধনা ও সংস্কৃতিক সন্ধ্যা। প্রতিনিয়ত তারা কর্মব্যস্ততার মধ্যে থাকতে হয় আর তাদের পরিবার-পরিজনদের একটু আনন্দ বিনোদনের জন্য এমনই উদ্যোগ। খবরের সন্ধানে যাদের দিবারাত্রি ছুড়তে হয় নিজেদের পরিবারের সদস্যদের আনন্দ বিনোদনের জন্য এক মুহূর্তের সময় তাদের কাছে থাকে না। তারই মধ্যে সময় কাটানোর এক পরিপন্থা বিজয়া সম্মেলনী উপলক্ষে প্রেস ক্লাবের জাগরী পত্রিকা প্রকাশ। যেখানে সর্বস্তরে গুণীজনদের সমারহ।
উপস্থিত ছিলেন বিশিষ্ট জাদুকর পিসি সরকার জুনিয়র,পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বারুইপুর পুলিশ ডিস্টিকের এসডিপিও অতীশ বিশ্বাস, বারুইপুর পুলিশ ডিস্টিকের অ্যাডিশনাল এসপি পার্থ ঘোষ, জয়নগর লোকসভার সাংসদ প্রতিমা মন্ডল নস্কর, জয়নগর লোকসভার প্রাক্তন সাংসদ তরুণ নস্কর, বারুইপুর ব্লক সহসভাপতি শ্যাম সুন্দর চক্রবর্তী, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য দপ্তরের কর্মদক্ষ জয়ন্ত ভদ্র, বিষ্ণুপুর বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দিলিপ মন্ডল, বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার, জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস, কুলতলী বিধানসভার বিধায়ক গণেশচন্দ্র মন্ডল, রায়দিঘি বিধানসভার বিধায়ক অলোক জলদাদা,অনুষ্ঠান বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে সমস্ত সাহিত্যিক ক্রীড়া প্রেমিক তথা বিশিষ্ট নাগরিকদেরকে সম্বর্ধনা প্রদান করেন বারুইপুর প্রেসক্লাবের সদস্যরা মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্ত ঘোষণা করেন ক্লাবের সভাপতি প্রসেনজিৎ সাহা তথাগত চক্রবর্তী সমীরন দাস সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় অর্পণ মন্ডল সহ ক্লাবের একগুচ্ছ কর্মকর্তা। আগামী দিনে সর্বস্তরের মানুষদের নিয়ে আরো বড় মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করার চিন্তা ভাবনা বারুইপুর প্রেসক্লাবের সদস্যদের