আগামী ২৫শে সেপ্টেম্বর , মহালয়ার দিন ভোর ৫ টায় COLORS বাংলায় দেখতে পাবেন ”দেবী দশমহাবিদ্যা” ।
দশমহাবিদ্যার প্রথম রুপ হল কালী – শুম্ভ নিশুম্ভের অত্যাচারে অনান্য দেবতাদের প্রার্থনায় দেবীর ভ্রুকুটি থেকে বেরিয়ে এলেন কালী। দেবীর বাহন কবন্ধ। দেবী কে এখানে শান্ত ও রুদ্র দুই রুপেই বর্ণনা করা হয়েছে । এই চরিত্রে অভিনয় করছেন শ্রুতি দাস। দেবী দশমহাবিদ্যার দ্বিতীয় রুপ হলো তারা। ভীষন দর্শনা কালীর ভয়ে মহাদেব ভীত হলে সতী এই রুপে আবির্ভূত হন। এখানে দেবীর গায়ের রঙ নীল, তাকেই নীল মহা সরস্বতী বলা হয়। এই ভূমিকায় থাকছেন সঙ্ঘমিত্র তালুকদার। তৃতীয় রুপ হলো ছিন্নমস্তা। সব থেকৃ ভয়ংকর এই রুপ। দেবী বাম হাতে ধরে আছেন নিজের ছিন্ন মাথা আর তার গলা থেকে নির্গত হচ্ছে রক্ত। এই রুপে অভিনয় করছেন দেবাদ্রিতা বসু। চতুর্থ রুপ হলো ষোড়শী। শতাক্ষীর দেহ থেকে আবির্ভূত হন দেবী ষোড়শী। তার ওপর নাম স্ত্রীবিদ্যা। এই চরিত্রে আছেন দেবলীনা দত্ত। পঞ্চম রুপ হলো ভূবনেশ্বরী। এই দেবীর গায়ের রঙ জবা ফুলের মতো। চারজন দেবী এই দেবী কে চারিদিক থেকে ঘিরে আছেন। এই রুপে অভিনয় করছেন অদ্রিজা রায়। দেবীর ষষ্ঠ রুপ ভৈরবী। ইনি চতুরভূজা, হাতে অক্ষমালা। দেবী অস্ত্রহীন। এই দেবী বিদ্যা ও ধুনধাত্রী, এই রুপে রিমঝিম মিত্র অভিনয় করছেন। দশমহা বিদ্যার সপ্তম রুপ হলো ধুমাবতী। তার দুই হাত। একহাতে কুলা অন্য র্হাতে ধড়। দেবীর দেহ থেকে ধোয়া নির্গত হয়। শিব কে গ্রাস করায় বিধবা রুপে পুজিত হন তিনি। এই রুপে অভিনয় করছেন সৈরীতি ব্যানার্জী। অষ্টম রুপ হলো মা বগলা। এখানে দেবীর গায়ের রঙ পীত বর্ন। দূর্গম নামে এক দৈত্য কে হত্যা করতেই তার আবির্ভাব। এই রুপে আছেন তিতিক্ষা দাস। দশ মহাবিদ্যার নবম রুপ হলো মাতঙ্গী। এখানে দেবী শ্যামবর্না ও তৃনয়না, চতুরভূজা এবং সিংহাসনে উপবিষ্টা। এর সন্তান হাতি। এই রুপে আছেন ঐন্দ্রিলা শর্মা। দশ মহাবিদ্যার শেষ ও দশম রুপ হলো ঐশ্বর্যলক্ষী বা কমলা। কমলার উৎপত্তি সমুদ্র মন্থনের সময়। দেবীর দুই হাতে পারিজাত পুষ্প আর বাম দিকে বরমুদ্রা। দেবী পদ্মে বিরাজমান। এই রুপে আছেন ডোনা ভৌমিক। এবং সবশেষে মহিষাসুর মর্দিনী রুপে আসবেন ঋতুপর্না সেনগুপ্ত।
দেখুন এই অনুষ্ঠানের টিজার