শোভন মল্লিক, কলকাতা: ঠিক এক বছর আগে কলকাতার গুরুদাস কলেজের কনসার্ট করতে এসেই মৃত্যুর কোলে ঢলে পড়ে কেকে। কলেজের পক্ষ থেকে নজরুল মঞ্চে কনসার্টের ব্যবস্থা করা হয়। কিন্তু সেখানে নিরাপত্তাহীনতা ,অব্যবস্থাপনা চরম শিখরে ওঠার কারণেই সেই ঘটনা ঘটে বলে দাবি করেছিল সকলে। গুরুদাস কলেজ পরে সকলের ক্ষোভের মুখে। এরপর ঠিক এক বছর পরেই, কেকের মৃত্যুবার্ষিকীতে তারা কেকে যেন দিল অন্যরকম শ্রদ্ধাঞ্জলি।
সেই কলেজে স্থাপিত হলো কেকের মূর্তি। সেই দেখেই সকলে কিছুটা হলেও সুখ্যাতি করছে সেই কলেজের। সূত্রের খবর, এলাকার কাউন্সিলর অমল চক্রবর্তী এবং কলেজের উদ্যোগে কলেজের পুরো উদ্যানে বসানো হয়েছে গায়ক কেকের মূর্তি। কলেজের অধ্যক্ষ জানান এই অনুরোধ আসা মাত্রই তিনি কোনভাবেই না করবার কথা মাথাতেও আনেননি। তিনি মেনে নিয়েছেন যে, তাদের অব্যবস্থাপনা এবং অনিয়ন্ত্রিত দর্শক প্রবেশের জন্যই কেকে সেই দুরাবস্থার হয়েছিল । অর্থাৎ কলেজের সাথেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে আছে কেকের মৃত্যু । তাকেই শ্রদ্ধাঞ্জলি দেওয়ার উদ্দেশ্যেই এমন ব্যবস্থাপনা নিয়েছে কলেজ ।
সেই ঘটনা ঘটার পরে শুধু সেই কলেজের দুর্নাম ছড়িয়েছিল এমনটা নয়। কলকাতার প্রশাসনিক ব্যবস্থা নিয়েও উঠেছিল নানা প্রশ্ন। এমনকি মুম্বাইয়ের বিভিন্ন খ্যাতনামা গায়ক গায়িকা বাতিল করেছিল কলকাতার কনসার্ট। সেই ক্ষত স্থানে প্রলেপ ফেলার হয়তো কিছুটা হলেও চেষ্টা করল গুরুদাস কলেজ। কেকে হয়তো চলে গিয়েছেন পৃথিবী ছেড়ে । কিন্তু তাঁর গান এবং তাঁর সৃষ্টি সর্বদা বেঁচে থাকবে মানুষের মনে ।