স্ত্রীর নামে বাড়ি না লিখে দেওয়ায় স্বামীর মুখে অ্যাসিড ছুঁড়ে দিলেন স্ত্রী। নির্মম ঘটনাটি ঘটেছে কালনার পূর্বস্থলী ১’নম্বর পঞ্চায়েতের বনপুকুর গ্রামে। বছরখানেক আগে বনপুকুর গ্রামের যুবক ভাদু রহমান কাটোয়ার আবিরা বিবি নামের এক মহিলাকে বিয়ে করেন। আবিরা বিবির প্রথম পক্ষের একটা সন্তান রয়েছে। আহত ভাদু জানায় বিয়ের কিছুদিন পর থেকেই তার বাড়িটা লিখে দেওয়ার জন্য আবিরা জোরজবস্তি করতে থাকে। কিন্তু আমি কোন ভাবে রাজি না হয় আমার চোখ নষ্ট করে দেয়ার পরিকল্পনা করে এবং বুধবার সন্ধ্যায় বাড়ি ফেরার মাত্রায় আমার চোখে অ্যাসিড ছুঁড়ে মারে। এমনই এক নির্মম ঘটনার খবর পেয়ে ‘রুদ্রা ওয়েলফেয়ার ফাউন্ডেশন” নামে এক পুরুষ অধিকার সংগঠন আহত ভাদুর পাশে গিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন! এবং অভিযুক্তকে পুলিশের হেফাজতে নিয়ে আসার সমস্ত রকম সাহায্য করেন। এবং অভিযুক্তকে ৯০’ দিনের জেল হেফাজতে নির্দেশ দেন।
পুরুষ অধিকার কর্মী সাকিব হাসান বলেন ভারত সরকার কি অন্ধ দেখতে পাচ্ছে না দিনের পর দিন পুরুষ কিভাবে নির্যাতিত হচ্ছে। গণতন্ত্রের রাষ্ট্রে যেখানে মানবাধিকার কমিশন আছে সেখানে আলাদা করে মহিলা কমিশন রাখার কিবা প্রয়োজন এই সমান অধিকার এর যুগে দাঁড়িয়ে” যেখানে মহিলারা সমান অধিকারের দাবি করে সেখানে আলাদা করে মহিলা কমিশন রাখা তো কোন প্রয়োজন নেই অবিলম্বে এই মহিলা কমিশন অবৈধ ঘোষণা করে বন্ধ করে দিক দেশে সমস্ত কিছু রাজনীতি, সন্ত্রাসী, ধর্মীয় ভেদাভেদ সবকিছু বন্ধ হয়ে যাবে।