লক্ষ্মী পূজোর আগের দিন রাতেই মোমিন পুরে বেধে গিয়েছিল দাঙ্গা । সুত্রের খবর অনুযায়ী, দোকান বাড়ি ভাংচুর , লুঠ সবই হয়েছিল ”একটি বিশেষ জাতির ” মানুষ তাদের ”ঝাণ্ডা” অন্য আর এক জাতির বাড়ি গুলি তে জোর করে লাগিয়ে দেওয়াতে । দাঙ্গা এমন পরিস্থিতি তে পৌছায় যে মোমিন পুর ও ইকবাল পুরের বেশ কিছু এলাকায় কার্ফু জারি করা হয়।
এই নিয়ে রাজ্য রাজনীতি তেও পড়ে যায় শোরগোল । আজ কিছুক্ষন আগে সেই ঘটনা নিয়ে বিবৃতি দিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল।
তিনি বলেন , দুটি দলের মধ্যে তর্ক থেকেই ঝামেলার শুরু । দুই জন সামান্য আহত হয়েছে , ৪৫ জন কে গ্রেফতার করা হয়েছে । এছারা সিসি টিভি দেখে আরও বাকি দোষীদের খোঁজা হচ্ছে। ৫ টি কেস রেজিস্টার হয়েছে । আপাতত এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় আছে এবং নিরাপত্তার কারনে মোমিন পুর ও ইকবাল পুরের বেশ কিছু এলাকায় আগামী আরও ৪ দিন কার্ফু জারি রাখা হবে ।
There was a clash between two groups. 2 civilians received minor injuries. Around 45 people have been arrested and five cases were registered. We are trying to find out trouble mongers through CCTV footage: Vineet Kumar Goyal, Commissioner of Kolkata Police on Mominpur incident pic.twitter.com/Eq2IwD519r
— ANI (@ANI) October 12, 2022