ইন্টারনেট জগতে যেকোন খরব ভাইরাল হতে বেশিক্ষন লাগেনা আর যদি সেই খবর যদি কোন সেলেব কে নিয়ে হয় তাহলে তো তার ছড়িয়ে পড়ার ক্ষিপ্রতা আলোর গতিবেগের থেকেও বেশি।
কিছুদিন আগে বাঙলার প্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মৃত্যুর ৭ দিন আগেই রটে গিয়েছিল তিনি মারা গেছেন। বেশকিছু নামী সংবাদ সংস্থা সহ সাধারণ মানুষ সামাজিক মাধ্যম গুলিতে তার প্রতি শ্রদ্ধা জানাতে শুরু করেন। শেষমেষ সব্যসাচি কে নামতে হয় ভূয়ো খবর প্রতিরোধ করতে।
এবার ও ঠিক সেরকমই আবারও ঘটে গেল। গতকাল একটু গভীর রাতে একটি সংবাদ ভাইরাল হয়। বিশিষ্ট মারাঠী ও বলিউডে অভিনেতা ( হাম দিল দে চুকে সানাম খ্যাত) বিক্রম গোখলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। খবর টি সাঙ্ঘাতিক রকমের ভাইরাল হয়ে যায়। এর পরেই এই ভূয়ো খবর কে প্রতিরোধ করতে সামনে আসেন এই প্রবীণ অভিনেতার স্ত্রী ও কন্যা।
তারা জানান, মুম্বাইয়ের দীনানাথ হসপিটালে, ডাঃ ধনঞ্জয় কেলকারের অধীনে অভিনেতা বিক্রম গোখলে চিকিৎসাধীন রয়েছেন। এই মুহুর্তে তিনি সঙ্কটজনক অবস্থায় লাইফ সাপোর্টে মৃত্যুর সাথে লড়াই করে চলেছেন।
গতকাল এই ভুয়ো খবরের জেরে অভিনেতা অজয় দেবগন, রীতেশ দেশমূখ, জাভেদ জাফরি সহ অনেকেই টুইট করে শোকজ্ঞাপন করে ফেলেছিলেন।